দেখতে দেখতে ফুরিয়ে এল আরও একটা বছর। বুধবার বড়দিনের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। বছরের এই শেষ কয়েকটা দিনে সকলেই রয়েছে ছুটির মেজাজে। আর ছয়টা দিন পরেই আসছে নতুন বছর, ২০২০। আর এই ক্রিসমাস ও নতুন বছরের জন্য এশিয়ানেট নিউজ বাংলার লক্ষ লক্ষ বন্ধুদের শুভেচ্ছা ও ভালবাসা জানালেন বিভিন্ন ক্ষেত্রের সেলেবরা। টলি থেকে বলি, অভিনেতা থেকে সঙ্গীত শিল্পী, কে নেই সেই দলে।