বছর শেষ মাত করছে পুরো প্যাকেজ নিয়ে আসছে ওয়েূ মাধ্যম। সিনেমারা পাশাপাশি দর্শক টানতে ওয়েব এগিয়ে চলছে জোরকদমে। জমজমাটি ওয়েব সিরিজ কোনটা ছেড়ে কোনটা দেখবেন এটাই এবার ভাবতে হবে আপনাকে। ভাবছেন তো কেন? কারণ বাংলা, হিন্দি, ইংরাজি সব ভাষারই ওয়েব সিরিজ আসতে চলেছে আপনাদের সামনে। যেটা বাদ দেবেন সেটাই যেন মিস। আগের মাসেও বেশ কয়েকটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল। আর এই মাসেও অর্থাৎ বছরের শেষে বাংলা, হিন্দি, ইংরাজি মিলিয়ে মোট ৫ টি ওয়েব সিরিজ আসতে চলেছে। কোন কোন ওয়েব সিরিজ রয়েছে সেই তালিকায় দেখে নিন একনজরে।