সংক্ষিপ্ত

একের পর এক রেকর্ড গড়েই চলেছে বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্য়ায়ের এই ছবি। ৯৬ তম অস্কারে মেইন ক্যাটাগরিতে নমিনেটেড হওয়ার জন্য এলিজেবল হল দোস্তজি।

আবারও জয়জয়কার ‘দোস্তজি’-র। একের পর এক রেকর্ড গড়েই চলেছে বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্য়ায়ের এই ছবি। এবার ৯৬ তম অস্কারে মেইন ক্যাটাগরিতে নমিনেটেড হওয়ার জন্য এলিজেবল হল ‘দোস্তজি’। ছবির সাফল্য নিয়ে পরিচালক প্রসূন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে যোগাযোগ করা হলে এশিয়ানেট নিউজ বাংলাকে তিনি জানিয়েছেন, ‘দোস্তজি’-র সাফল্যে তিনি ভীষণ খুশি।

প্রসূন চট্টোপাধ্য়ায় ‘দোস্তজি’ নিয়ে আরও জানিয়েছেন খুবই ভাল লাগছে। তিনি জানিয়েছেন, বাংলা ছবির জন্য এটা খুবই বড় একটা ব্যাপার। যদি এই মার্কেটটা ধীরে ধীরে ওপেন নয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভাল। এবার দেখা যাক কী হয়। সহজ-সরল নিখাদ বন্ধুত্বের গল্পই মন জয় করে নিয়েছে ভক্তদের। আগামী ১৭ মার্চ দোস্তজি ২৬টি টি রাজ্যের ৭৫ টি শহরে অস্কারের যোগ্যতা অর্জনকারী থিয়েট্রিকাল রিলিজ হবে। এই ছবি মুক্তির মাধ্যমে, চলচ্চিত্রটি ৯৬ তম একাডেমি পুরস্কার ২০২৪-এর প্রধান বিভাগে বিবেচনার জন্য যোগ্য হবে। একই দিনে ১৭ই মার্চ,'দোস্তজি' কানাডার ১৭টি শহর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ১০ টি শহরেও মুক্তি পাবে। এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ এবং আজমানেও মুক্তি পাবে। যা অত্যন্ত আনন্দের।

গত ১১ নভেম্বর মাসে মুক্তি পেয়েছে ‘দোস্তজি’। বাংলার মাটির নিখাদ বন্ধুত্বের স্বাদ এবার অস্কারের মঞ্চ মাতাতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বন্ধুত্বের এক নতুন উপাখ্যান ‘দোস্তজি’। প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে উঠে এসেছে দুই গ্রামের শিশুর নিখাদ বন্ধুত্বের গল্প। 'দোস্তজি'-র দুই খুদে নায়ক আশিক শেখ ও আরিফ শেখের অনবদ্য অভিনয় আট থেকে আশি সকলের মনের কাছে জায়গা করে নিয়েছে ‘দোস্তজি’। ১৯৯৩ সালে মুম্বই হামলার প্রেক্ষাপটে মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই ছেলের নিষ্পাপ বন্ধুত্ব ঘিরে আবর্তিত হয়েছে এই ছবি। সীমান্তবর্তী এলাকার প্রত্যন্ত গ্রামের দুই ভিন্নধর্মের শিশুর অমলিন বন্ধুত্বের গল্প এবার যে মার্কিন মুলুক জয় করবে, তা নিয়ে একপ্রচার নিশ্চিত সকলেই। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজে ছবির ট্রেলার শেয়ার করেছিলেন। ইতিমধ্যেই দেশ -বিদেশে জয়জয়কার হয়েছে 'দোস্তজি'র। এখনও পর্যন্ত ২৬ টি দেশের ৩২ টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। ২০২২ সালে মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছে। এছাড়াও মুক্তির পর ৮ টি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এই ছবি। আবার নতুন পালক যুক্ত হতে চলেছে 'দোস্তজি'র মুকুটে, আপাতত স্বপ্নের মাইলফলক ছোঁওয়ার অপেক্ষায় ‘দোস্তজি’।