সংক্ষিপ্ত

সিরিয়ালের বেশ পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের মতো মারণ রোগে ভুগছিলেন। ২২ ডিসেম্বর প্রয়াত হন অভিনেতা। চলে গেলেন না ফেরার দেশে।

বছর শেষে খারাপ খবর বিনোদন জগতে। প্রয়াত হলেন অভিনেতা। রাণী রাসমণি খ্যাত অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়ের প্রয়াণের খবরে চমক পেয়েছেন সকলে। সিরিয়ালের বেশ পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের মতো মারণ রোগে ভুগছিলেন। ২২ ডিসেম্বর প্রয়াত হন অভিনেতা। চলে গেলেন না ফেরার দেশে।

অজস্র সিরিয়াল, মেগা সিরিয়ালে কাজ করেছেন অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়। আমার দুর্গা, করুণাময়ী রাণী রাসমণি, গুড্ডি, উমার সংসার, দেবী চৌধুরাণী-র মতো সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী পরিচালনাও করেন কিংশুক গঙ্গোপাধ্যায়। ২০২২ সালে দ্য হিউম্যানিটি নামক স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছিলেন কিংশুক গঙ্গোপাধ্যায়। হঠাৎ নিভে গেল সেই প্রদীপ। ২২ ডিসেম্বর প্রয়াত হলেন অভিনেতা।

তাঁর মৃত্যুতে বহু তারকা দুঃখ প্রকাশ করেছেন। কাঞ্চন মৈত্র লেখেন, নিজের স্বপ্ন নিজের লড়াই করার মতো একজন মানুষ চলে গেল। যেখানে থেকো ভালো থেকো। আমি বিশ্বাস করি তাই বললাম, তোমার পরের জার্নিতে তোমার সব স্বপ্ন পূরণ হোক। শান্তিতে ঘুমিও বলূ না, শুধু জানাব যাত্রা শুভ হোক।

এদিকে কদিন আগে প্রয়াত হন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮। বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ছিলেন অনুপ ঘোষাল। তিনি তৃণমূলের বিধায়কও ছিলেন। ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হন শিল্পী। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি সহ অন্যান্য ভাষায় গান গাইতেন। তিনি ঠুমরী, খেয়াল, ভজন, রাগ, রবীন্দ্রসঙ্গীত, নজরুগীতি, দ্বিজেনদ্রগীতি, রজনীকান্তের গান গাইতেন।

আর এবার এল টলিউড তারকার প্রয়াণের খবর। প্রয়াত হলেন রাণী রাসমণি খ্যাত অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়। তিনি রামপ্রসাদ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় দিল সেই সকল খারাপ খবর।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।