অভিনেত্রী মমতা শঙ্কর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী নিলেন অভিনেত্রী মমতা শঙ্কর। ইতিমধ্যেই তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই বিশেষ মুহূর্তের ছবি।

এই অনুষ্ঠানের দর্শকাসনের প্রথম সারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন মমতা শংকর পরেছিলেন লাল রঙের জরির কাজ করা তাঁতের শাড়ি, সঙ্গে মানানসই সোনার গয়না ও গায়ে জড়ানো আঁচল। খোঁপায় ছিল ফুল। আর সঙ্গে ছিল তাঁর নজরকাড়া হাসি।

১৯৯৫৫ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন মমতা শঙ্কর। কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্কর ও অমলা শংকরের পরিবারে জন্ম হয় তাঁর। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন।

তবে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবে পরিচিত নন তিনি।—নৃত্যশিল্পেও তিনি সমান দক্ষ ও খ্যাতিমান। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষের মতো প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মমতা শঙ্কর, যা তাঁর শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করেছে।

২০২৫ সালের পদ্ম সম্মান ঘোষণার সময় বিশেষভাবে নজর কেড়েছিলেন মমতা শঙ্কর ও অরিজিৎ সিং। পদ্মশ্রী হাতে নেওয়া সেই ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী।

এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। কারণ কখনো ভাবিনি এরকম অ্যাওয়ার্ড পাব। মনে হচ্ছে আমি আদৌ যোগ্য তো এই সম্মানটা পাওয়ার! আজ যারা আমার পাশে নেই, আমার বাবা মা, মানিক কাকা (সত্যজিৎ রায়), মৃণালদা, ঋতুপর্ণ, রাজা মিত্র, এদের সবার সবার কথা মনে পড়ছে। ওঁরা হয়তো আগে থেকেই খবর পেয়ে গিয়েছিলেন। এঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জানি না কারও নাম বলতে ভুলে গেলাম নাকি, কিন্তু সকলের প্রতি কৃতজ্ঞ আমি।”