সংক্ষিপ্ত

আজ থেকে শুরু ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০ টি ভেন্যুতে প্রদর্শিত হবে প্রায় ১৭৫ টি ছবি। ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

আজ থেকে শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব। এবছর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস ফ্রান্স। বেশ কিছু ফরাসি ছবি প্রদর্শিত হবে এই বছর। তেমনই থিম সং-র ভাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। এবার থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিং।

২০ টি ভেন্যুতে প্রদর্শিত হবে প্রায় ১৭৫টি ছবি। গত বছরের মতো কিছু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে দেশ বিদেশের ছবি। ধনধান্য প্রেক্ষাগৃহ, নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, রাধা স্টুডিও, নবীনা, স্টার থিয়েটার, মেনকা, আইনক্স (কোয়েস্ট মল), আইনক্স (সাউথ সিটি মল) এবং নিউ এম্পায়ারে স্ক্রিনিং হবে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। দেশ বিদেশের বিভিন্ন উন্নতমানের ছবি প্রদর্শিত হবে। এবার উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষতে। কো চেয়ারম্যান হিসেবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে তপন সিনহা পরিচালিত ও রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি গল্প হলেও সত্যি। এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। বিকেল ৫.৩০ মিনিট থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবি। বাকি ছবি প্রসঙ্গে জানতে ক্লিক করুন https://kiff.in/movie-schedule/venue এবং https://kiff.in/movie-schedule/category -এ।

৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, আক্কিনেনি নাগেশ্বর রাও, সেরগেই পারাজানভ, মার্লোন ব্র্যান্ডো ও মার্সেলো মাস্ত্রোইয়ান্নিকে। এবছর উদ্বোধনে থাকতে পারেন জাভেদ আখতার, শাবানা আজমি, শক্রঘ্ন সিনহা-র মতো তারকারা। শিশির মঞ্চের সেমিনারে হাজির থাকতে পারেন বিদ্যা বালন।