সংক্ষিপ্ত

টিআরপি-র রিপোর্ট বলছে এই তালিকা থেকে ছিটকে গিয়েছে অনুরাগের ছোঁয়া। জি বাংলা ও স্টার জলসা-র সিরিয়াল মিলিয়ে দেখে নিন কোন সিরিয়াল তাকে দিল টেক্কা।

প্রতি সপ্তাহেই নিত্য নতুন ঝলক নিয়ে হাজির হয়ে থাকেন সিরিয়াল নির্মাতারা। আর সেই নিরিখে দর্শক মনে স্থান পায় সিরিয়ালগুলো। আর এর থেকে তৈরি হয় টিআরপি রেটিং-র তালিকা। প্রতি সপ্তাহে বদল হয় এই তালিকা। দেখে নিন এই সপ্তাহে কোন সিরিয়াল আছে এগিয়ে। টিআরপি-র রিপোর্ট বলছে এই তালিকা থেকে ছিটকে গিয়েছে অনুরাগের ছোঁয়া। জি বাংলা ও স্টার জলসা-র সিরিয়াল মিলিয়ে দেখে নিন কোন সিরিয়াল তাকে দিল টেক্কা।

জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের রেটিং ৮.৫। যা গত সপ্তাহে ছিল ৮.১।

জি বাংলার ফুলকি সিরিয়ালের রেটিং ৮.০। যা গত সপ্তাহে ছিল ৭.৬।

জি বাংলার নিমফুলের মধু সিরিয়ালের রেটিং ৭.৯। যা গত সপ্তাহে ছিল ৮.১।

জি বাংলার কার কাছে কই মনের কথা সিরিয়ালের রেটিং ৭.১। যা গত সপ্তাহে ছিল ৭.২।

স্টার জলসার তোমাদের রাণী সিরিয়ালের রেটিং ৭.০। যা গত সপ্তাহে ছিল ৬.৪।

স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের রেটিং ৬.৯। যা গত সপ্তাহে ছিল ৭.২।

স্টার জলসার সন্ধ্যাতারা সিরিয়ালের রেটিং ৬.৬। যা গত সপ্তাহে ছিল ৬.১।

স্টার জলসার তুঁতে সিরিয়ালের রেটিং ৬.৫। যা গত সপ্তাহে ছিল ৫.৬।

স্টার জলসার লভ বিয়ে আজকার সিরিয়ালের রেটিং ৬.৪। যা গত সপ্তাহে ছিল ৬.০।

স্টার জলসার জল থই থই ভালোবাসা সিরিয়ালের রেটিং ৬.১। যা গত সপ্তাহে ছিল ৫.৭।

গত সপ্তাহেও জি বাংলার সিরিয়াল জগদ্ধাত্রী ছিল তালিকার শীর্ষে। শেষ স্থান পেয়েছিল তুঁতে। স্টার জলসার এই তুঁতে সিরিয়ালের রেটিং ৫.৬। এবছর বদল হল সেই তালিকা। এবার তালিকার শীর্ষে স্থান পেল জলদ্ধাত্রী। আর শেষে আছে স্টার জলসার জল থই থই ভালোবাসা।