বাংলাদেশে অভিনেতা আজিজুর রহমান আজাদকে বাড়িতে ঢুকে গুলি করেছে দুষ্কৃতীরা। তাঁর পায়ে তিনটি গুলি লেগেছে এবং তাঁর মা ও স্ত্রীও আহত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ইউনূসের আমলে প্রশ্নের মুখোমুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা। বাড়িতে ঢুকে সে বাংলাদেশের অভিনেতাকে গুলি দুষ্কৃতীদের। ঘটনায় গুরুতর আহত শিল্পী আজিজুর রহমান আজাদ। স্থানীয় হাসপাতালে ভর্তি তিনি। তাঁর পায়ে তিনটি গুলি লেগেছে। অভিনেতার মা ও স্ত্রীর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন তাঁরাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কে বা কারা কী কারণে এমন ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, রবিবার হঠাৎ করেই একজল দুষ্কৃতী অভিনেতার বাড়িতে ঢোকে। কেউ কিছু বোঝে ওঠার আগেই মারধর শুরু করে। অভিযোগ ডাকাতির জন্যেই ওই দুষ্কৃতীরা আজিজুর রহমান আজাদের বাড়িতে ঢোকে বলে দাবি। অভিনেতা ঠেকাতে গেলে ধ্বস্তাধস্তি শুরু হয়। এই সময় অভিনেতাকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতেরা। আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান প্রথম আলো-কে জানিয়েছে, আজাদের পায়ে গুলি লেগে যায়। মাংসপেশি ছিঁড়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। বর্তমান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তাঁরা। সেখানে তাঁর এমআৎআই করা হয়েছে। আগের চেয়ে বর্তমানে সুস্থ তিনি। জানা গিয়েছে, দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে আজিজুরের বাড়িতে ঢোকে এবং হামলা চালায়। ভাঙচুর চালায়। ডাকাতের উপস্থিতি টের পায়। চিৎকার শুরু করে। তাদের দাবি, হামলা করলেও বাড়র বাইরে আরও কয়েকজন ছিল বলে দাবি তাদের।

বাংলাদেশে বেশ খ্যাতি অর্জন করেছেন শিল্পী আজিজুর রহমান আজাদ। ৯ বছরে দুশোর বেশি নাটকে অভিনয় করেছেন। তেমনই সমান তালে কাজ করেছেন সিনেমাতে। বর্তমানে আহত হলেন তিনি। তাঁর স্ত্রী ও পরিবারও আক্রান্ত হয়েছে। তার বাড়িতে হয়েছে দুষ্কৃতী হামলা। কে বা কারা এমন কাজ করল তা নিয়ে চলছে তদন্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। বাড়িতে ঢুকে অভিনেতাকে গুলি চালায় দুষ্কৃতিরা। তার পায়ে বর্তমানে আঘাত লেগেছে।