সংক্ষিপ্ত
দীর্ঘদিন ধরে চেয়েছিলেন অরিজিৎ সিং-র সঙ্গে একবার সাক্ষাৎ করবেন। কিন্তু, নানান কারণে তা হয়ে ওঠেনি। শেষে কদিন আগে সেই স্বপ্ন পূরণ হল।
দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূরণ হল। দীর্ঘদিন ধরে চেয়েছিলেন অরিজিৎ সিং-র সঙ্গে একবার সাক্ষাৎ করবেন। কিন্তু, নানান কারণে তা হয়ে ওঠেনি। শেষে কদিন আগে সেই স্বপ্ন পূরণ হল।
সদ্য এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান শিল্পী পৌষালী। অরিজিৎ সিং-র সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানান গায়িকা। বললেন, দীর্ঘ প্রতীক্ষার পর অরিজিৎ সিং-র সঙ্গে দেখা করার সুযোগ হয়। তিনি গায়কের বাড়ি গিয়েছিলেন। গায়কের টিমের একাধিক শর্ত মেনে পাঁচ মিনিট দেখা করার অনুমতি পান। অরিজিৎ সিং-র সঙ্গে দেখা করার জন্য বহরমপুর থেকে জিয়াগঞ্জ গিয়েছিলেন মাঝ রাতে। সেখানে পৌঁছাতেই অরিজিৎ সিং-র ঘরণীর ব্যবহারে মুগ্ধ হন তিনি। অতিথি আপ্যায়নে কোনও রকম কারপণ্য করেননি তাঁরা। সে সময় স্টুডিও-তে ব্যস্ত ছিলেন অরিজিৎ। আসতে মাত্র ১০ মিনিট দেরি হয়। এসেই বলেন, আই অ্যাম সো সরি। আমি তোমাদের ১০ মিনিট বসিয়ে রেখেছি। তারপর তাঁকে প্রশ্ন করেন, কী ধরনের গান গান পৌষালী। অরিজিৎ তাঁকে বলেছিলেন, তিনি গান ছাড়া আর কিছুই বোঝেন না।
অরিজিৎ সিং-র সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তিনি গান প্র্যাকটিস করে গিয়েছিলেন। এই কথা অরিজিৎকের জানান পৌষালী। এত তিনি হেসে বলেন, তুমিও শিল্পী, আমিও শিল্পী। শিল্পীর সঙ্গে শিল্পীর দেখা করতে আসার আগে আবার রিহার্সাল কীসের?
এমনই নানান অভিজ্ঞতা হয় অরিজিৎ সিং-র সঙ্গে দেখা করে। সেখান থেকে ফিরে পৌষালী বলেন, অনেকে ভাবেন অরিজিৎ সিং-র আচরণ লোকদেখানো সরলতা, সিম্প্যাথি পাওয়ার জন্য এমন করে সে। কিন্তু, মোটেও তা নয়। পৌষালীর মতে, তিনি সত্যিই এমন। অনেকে মুখে বলেন, আমার পা দুটো মাটিতেই আছে। কিন্তু, বাস্তবে তা থাকে না। তবে, অরিজিৎ সিং-র পা দুটো সত্যিই মাটিতে আছে। পৌষালী বলেন, অরিজিৎ সিং গানটা জেনে করে, বুঝে করে। আর সেই জন্যই ঈশ্বর ওকে দু হাত ভরে আশীর্বাদ করেছে।
ভবিষ্যতে লোকসঙ্গীত নিয়ে অরিজিৎ সিং-র সঙ্গে কাজ করতে পারেন পৌষালী। তবে, কবে তা হবে এই কথা জানা যায়নি। তবে, অরিজিৎ সিং-র সঙ্গে সাক্ষাৎ করার স্বপ্ন পূরণ হতে যে বেশ আনন্দিন পৌষালী তা বলার অপেক্ষা রাখে না। বাংলার সেরা গায়িকার তালিকায় স্থান পেয়েছে পৌষালী। রিয়েলিটি শো-র মঞ্চ থেকে সে খ্যাতি পায়। বর্তমানে জমিয়ে কাজ করে চলেছেন গায়িকা।
আরও পড়ুন
করণ-দ্রিশার রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট, আমির থেকে সলমন- উপস্থিত ছিলেন একাধিক বলিস্টার
Adipurush: সীতার পরনে থাকা সাদা শাড়ি নিয়ে নয়া অভিযোগ, হাজার বিতর্কের মাঝেও ছবির আয় গড়ল রেকর্ড
The Kerala Story: দর্শকদের অনুরোধে 'দ্য কেরালা স্টোরি'-র শ্যুটিয়ের নেপথ্য দৃশ্য শেয়ার আদা শর্মার