সংক্ষিপ্ত
এখনও চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। আজ আছে মশাল মিছিল। এদিকে জুনিয়র ডাক্তারদের ধর্না থেকে সাধারণের আন্দোলন সব নিয়ে বহুদিন ধরে তোলপাড় হচ্ছে এ রাজ্য। সাধারণের সঙ্গে সেলেবদেরও দেখা গিয়েছে আন্দোলন করতে। মাঝেমধ্যেই খবরে এসেছেন তাঁরা। এবার প্রতিবাদ মঞ্চ থেকে খবরে এলেন শ্রীলেখা মিত্র। তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
অভিনেত্রী স্বাস্থ্য ভবনের আন্দোলন থেকেই এক সংবাদ মাধ্যমে বলেন, হাতজোড় করে বলছি, আপনি সম্মান নিয়ে বলুন তো পদত্যাগ করছি। আমি ব্যর্থ। কী যেন? ওই ছেলেটাও পারবে না। অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর বড় বাড়ি অনেক কিছু হতে পারে।
তিনি আরও বলেন, আমি একটা ভিডিও দেখলাম, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি ল পাশ করেছেন। তাহলে এত এত লক্ষ টাকার বিনিয়মনে উকিল রাখার কী দরকার? উনি বলে দিলেই তো হয়ে গেল। সেই দলের লোকজন তো এরকম কিছু বলবে এটাই স্বাভাবিত। এদের কালচার এমনকি। মেয়েরা যেন রাতে কাজ না করতে পারে, সেটা বলবে। মেয়েরা আটতার মধ্যে বাড়ি চলে আসবে। নিজেদের ব্যর্থতা ঢাকতে ওরা এসব করেছে। এই যে ভীষণ পাকা ছেলেটি দেবাংশু, অতি ডেপো। বলছে কি না, সিরিয়ালে কাজ না পেয়ে বদন বিগড়েছে। এই ধরনের ভাষা যারা ব্যবহার করে, তাদের কী বলবে?
এভাবে বিতর্কিত মন্তব্য করে খবরে এলেন শ্রীলেখা। প্রায়শই তাঁর মন্তব্য খবরের শিরোনাম তৈরি করে। ফের ঘটল এমনটা। এবারে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্তব্য করে বসেন।