সংক্ষিপ্ত

দুর্গাপুজো থেকে দীপাবলি— সব উদযাপনে সাধারণের মতোই উচ্ছ্বাসে, উল্লাসে মেতেছেন বিনোদন দুনিয়ার তারকারাও। জগদ্ধাত্রী পুজোই বা বাদ থাকে কেন?

২০২০, ২০২১-- দুটো বছর করোনায় নষ্ট। ২০২২-এর প্রত্যেকটি উৎসবে তাই যেন উপচে পড়া আনন্দ! দুর্গাপুজো থেকে দীপাবলি— সব উদযাপনে সাধারণের মতোই উচ্ছ্বাসে, উল্লাসে মেতেছেন বিনোদন দুনিয়ার তারকারাও। জগদ্ধাত্রী পুজোই বা বাদ থাকে কেন? এ বছর তাই টলিউডের একাধিক তারকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে দেবী জগদ্ধাত্রীর আরাধনা হয়েছে। তালিকায় রয়েছেন পরিচালক অরিন্দম শীল, দেবলীনা কুমার। এ বছর বাড়িতে প্রথম পুজো শুরু করলেন ইন্দ্রাণী দত্ত।

 

View post on Instagram
 

 

 

শীল বাড়িতে দুর্গাপুজো বহু বছরের। এ কথা এর আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন বড় পর্দায় ‘ব্যোমকেশ’-এর স্রষ্টা। তখন অরিন্দম থাকতেন কলেজ স্ট্রিটে। বনেদি যৌথ পরিবারের ধুমধাম পুজো দেখে ছোট থেকে বড় হয়েছেন। পরিচালকের বর্তমান ঠিকানা কলকাতার প্রথম সারির বহুতল। সেখানেই আয়োজন করেছিলেন পুজোর। মণ্ডপ সাজানো হয়েছিল ফুলের মালায়, গোলাপ ফুলের পাপড়িতে। পিতলের প্রদীপে। দেবী প্রতিমার চালচিত্রে সাবেকি ধাঁচ। পরিচালকের বাড়ির পুজোয় এসেছিলেন সস্ত্রীক রাজ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, ইশা সাহা, পাওলি দাম-সহ প্রথম সারির নায়িকারা। প্রত্যেকেই এ দিন সাবেকি সাজে সুন্দরী। এ দিন মায়ের হাত ধরে ধুতি-পাঞ্জাবিতে সেজে পুজো বাড়িতে হাজির ইউভান। জন্মদিনের আগের দিন দেবী মায়ের কাছে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে বাংলার প্রথম সারির নায়িকাকে।

 

 

View post on Instagram
 

 

 

অরিন্দমের মতোই এলাহি আয়োজন বিধায়ক দেবাশিস কুমারের বাড়ির পুজোতেও। মেয়ে দেবলীনা কুমার, জামাই গৌরব চট্টোপাধ্যায় সারা ক্ষণ অতিথি অ্যাপায়নে ব্যস্ত। ছোট পর্দায় ধারাবাহিক ‘গাঁটছড়া’য় গৌরব ওরফে ‘ঋদ্ধি’ এবং ‘খড়ি’ ওরফে শোলাঙ্কি রায়ের দারুণ মন কষাকষি। সেই সব অতীত দুই সহ-অভিনেতা পুজো বাড়িতে মুখোমুখি হয়েই। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁদের। এ ছাড়াও এসেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়, সৌমিলি বিশ্বাস, শেখ রিজওয়ান রব্বানি, দেবচন্দ্রিমা সিংহ-সহ ধারাবাহিক ‘সাহেবের চিঠি’-র এক ঝাঁক তারকা। এই ধারাবাহিকে দাপুটে খলনায়িকা দেবলীনা কুমার। পুজোর ফাঁকে অতিথি আপ্যায়ন করতেও দেখা যায় দেবাশিস এবং দেবযানী কুমারকে।

 

এই বছর প্রথম পুজো শুরু করলেন ইন্দ্রাণী দত্ত। গত পাঁচ বছর ধরে ইন্দ্রাণীর বাড়িতে ঘটা করে দুর্গা, লক্ষ্মী, কালী এবং সরস্বতী পুজো হয়। যদিও এ বছর থেকে নানা কারণে দুর্গাপুজো বন্ধ হয়ে গেল। বদলে দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু করলেন অভিনেত্রী। জানিয়েছেন, এশিয়ানেট নিউজ বাংলাকে। এক দিন বোধন। পরের দিন নিয়ম মেনে সপ্তমী, অষ্টমী, নবমীর পুজোপাঠ হয়েছে। বৃহস্পতিবার দশমী। এ দিন দেবীর সঙ্গে সিঁদুর খেলায় মাতেন তিনি। তিন দিনের পুজোর তিন রকমের ভোগও নিবেদন করেন দেবীকে। এ ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পুজো বাড়িতে আটপৌরে ঢঙে বেনারসি শাড়িতে সুন্দরী ইন্দ্রাণী। মায়ের সঙ্গে পুজোর কাজে ব্যস্ত থেকেছেন রাজনন্দিনী পালও। সারা বাড়ি সুন্দর করে সেজে উঠেছে ফুলের মালায়, মঙ্গল ঘটে।