নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্কে ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যশ ছেলেকে নিয়ে থাইল্যান্ডে, নুসরত ঈশানকে নিয়ে উত্তরবঙ্গে—এই পৃথক ভ্রমণগুলি জল্পনা বাড়িয়েছে।
নুসরত জাহান ও যশ দাশগুপ্ত আবারও আলোচনার শিরোনামে উঠে এসেছেন তাঁদের একের পর এক ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে। তাঁদের সম্পর্কের শুরু থেকেই টলিপাড়ায় নানা গুঞ্জন ছিল, আর এখন বিচ্ছেদের সম্ভাবনাও তেমনই চর্চার বিষয় হয়ে উঠেছে। যশ তাঁর বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন, অন্যদিকে নুসরত ঈশানকে নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন—এই পোস্টগুলো থেকেই অনেকে ধরে নিচ্ছেন যে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে যশ ও নুসরত কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
তাঁরা একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে চলেছেন, আর এর মাঝেই নতুন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, গত ডিসেম্বর মাস থেকেই নাকি তাঁরা একসঙ্গে আর থাকছেন না। কাজের প্রয়োজনে মাঝে মাঝে একসঙ্গে সময় কাটালেও, বাকি সময় তাঁরা আলাদা থাকছেন বলেই খবর।
নায়কের প্রাক্তন প্রেমিকাকে ঘিরেই মূলত সমস্যার সূত্রপাত হয়েছে বলে শোনা যাচ্ছে। সেখান থেকেই যশ ও নুসরতের মধ্যে অশান্তি শুরু হয়। যশ নাকি আবার তাঁর পুরনো ফ্ল্যাটে ফিরে গেছেন, আর নুসরত রয়েছেন পাম আভিনিউয়ের বাড়িতে। যদিও কিছুদিন আগে যশ বলেছিলেন, এসব শুধুই গুজব। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এসব গুজব নয়, বরং সত্যি ঘটনা। এমনকি যশ যখন মুম্বইয়ে ছিলেন, তখন নুসরত নাকি তাঁর উপর নজরদারি চালানোর জন্য গুপ্তচরও নিয়োগ করেছিলেন।
সেখান থেকেই সন্দেহের বীজ বোনা শুরু হয়। একসঙ্গে থাকার জন্য নুসরত নাকি কিছু নির্দিষ্ট শর্ত রেখেছিলেন, যেগুলি যশ মানতে রাজি নন। তবে সত্যিই কি তাঁরা আলাদা হয়ে গিয়েছেন, নাকি এটা শুধুই একটা সাময়িক মনোমালিন্য—এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।


