সংক্ষিপ্ত
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘খাদান’। আর প্রেক্ষাগৃহে এসেই ঝড় তুলতে শুরু করেছে ছবিটি। এহেন টলি সুপারস্টারের সম্পত্তি রয়েছে কত? জানলে চোখ কপালে উঠবে।
টলিউডের অন্যতম সফল এবং ধনী অভিনেতা তিনি। শহরের বিলাসবহুল আবাসন আরবানা, যেখানে একাধিক তারকার বাসস্থান, সেখানেই পেন্টহাউজ রয়েছে দেবের (Dev)। তার অন্দরসজ্জা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। টলিউডের প্রথম সারির অভিনেতা দেব (Dev)। অনেকের মতে, তিনি ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার। একাধারে অভিনয়, প্রযোজনাও করছেন দেব।
একসঙ্গে দু দুটো সেলিব্রেশন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘খাদান’। আর প্রেক্ষাগৃহে এসেই ঝড় তুলতে শুরু করেছে ছবিটি। এহেন টলি সুপারস্টারের সম্পত্তি রয়েছে কত? জানলে চোখ কপালে উঠবে।
কত সম্পত্তি রয়েছে দেবের?
তাঁর সম্পত্তির পরিমাণ যে কাউকে হতভম্ব করে দিতে পারে। লোকসভা ভোটের আগে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সময়ে মনোনয়ন পত্রে সম্পত্তির হিসাব দিয়েছিলেন দেব। সেখানে তিনি জানিয়েছিলেন ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার টাকা আয় করেছেন তিনি। বিনিয়োগ করেছেন ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। দেবের (Dev) গাড়ির দাম ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। তাঁর ব্যক্তিগত ঘড়ির কালেকশনের মূল্য প্রায় ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা। তাঁর আরবানার পেন্টহাউজটি কিনেছিলেন প্রায় ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা দিয়ে। এছাড়া সাউথ সিটির ৪ এবং ৫ নং টাওয়ারে ফ্ল্যাট রয়েছে দেবের। সেখান থেকে ভাড়ায় বছরে আয় হয় ১৮ লক্ষ ৪০ হাজার টাকা। পাশাপাশি বেদিক ভিলেজেও সম্পত্তি রয়েছে দেবের।
প্রথমেই ফ্ল্যাট কিনেছিলেন বহুমূল্য সাউথ সিটি কমপ্লেক্সে। তবে বর্তমানে তিনি থাকেন আরবানায়। পেন্টহাউজের ছাদে সুবিশাল সুইমিং পুল বানিয়েছেন দেব (Dev)। পেন্টহাউজটি সাজিয়ে তুলেছেন সুদৃশ্য ইন্টিরিয়র ডেকোরেশনে। রয়েছে ব্যক্তিগত থিয়েটারও। বাবা মাকে এখন রাজার হালে রাখেন দেব (Dev)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।