সংক্ষিপ্ত

হোলির দিন শুভেচ্ছা জানাতে গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করেন দেব। সেই ছবি দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের। দেবের বাঁ চোখে বাঁধা সাদা ব্যান্ডেজ, যা দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। হঠাৎ কী হল অভিনেতার, তা জানতেই কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

টলিউড হার্টথ্রব দেব মানেই যে বড় কোনও চমক। হামেশাই একের পর এক চমক দিয়েই চলেছেন সাংসদ অভিনেতা দেব। তবে এবার দেবকে দেখে যেমন চমক গেলেন তেমনই উদ্বিগ্ন হয়ে পড়লেন ভক্তরা। হোলির দিন শুভেচ্ছা জানাতে গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করেন দেব। সেই ছবি দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের। দেবের বাঁ চোখে বাঁধা সাদা ব্যান্ডেজ, যা দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। হঠাৎ কী হল অভিনেতার, তা জানতেই কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

সুপারস্টার দেব এই মুহূর্তে বাঘাযতীন ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। গত সপ্তাহেই ওড়িশায় এই ছবির শুটিং করছিলেন অভিনেতা। শুটিং সেটেই ঘটে দুর্ঘটনা। দেবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বাঘাযতীন ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়েই বাঁ চোখে চোট পান দেব। সেই কারণেই চোখে ব্যান্ডেজ বেঁধেছেন দেব। জানা গিয়েছে পরিচালক অরুণ রায়ের বাঘাযতীন ছবির শুটিংয়ে চোখে গুরুতর চোট পান অভিনেতা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো থাকতে হবে অভিনেতাকে। তবে আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা।

 

View post on Instagram
 

 

 

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা-প্রযোজক দেবকে। নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের ব্যানারে আসতে চলেছে দেবের আপকামিং ছবি বাঘাযতীন। প্রজাতন্ত্র দিবসের দিন স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ধরা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন দেব। সকাল সকাল ছবির পোস্টার লুক শেয়ার করে দেব লিখেছিলেন, অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা। তাদের মধ্যে এক অন্যতম স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে। ২০২৩ সালে ২০ অক্টোবর মুক্তি পাবে বাঘাযতীন। লাইক ও কমেন্টে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। দেবের এই লুক দেখে মুগ্ধ ভক্তরা। ছবি পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল।১৯০৫ থেকে ১৯১৫ সাল, সেই সময়কার ছবি তুলে ধরা হয়েছে ছবিতে। ব্রিটিশ সরকারের অর্থ দফতরে চাকরি করতেন বাঘাযতীন। সে সময়েরও একটা লুক রয়েছে ছবিতে। এবং এর পাশাপাশি বুড়িবালামের যুদ্ধ, বাঘের সঙ্গে বাঘাযতীনের লড়াই সবটাই ছবিতে ফুটে উঠবে। তবে বাঘের সঙ্গে বাঘাযতীনের দৃশ্য ছবির অন্যতম জটিল অংশ। কারণ এই ঘটনার পর বাঘাযতীনের পায়ে প্রায় ছশোটা সেলাই পড়েছিল। এই দৃশ্য পর্দায় তুলে ধরাটাই ছিল সবচেয়ে কঠিন। এই দৃশ্যের জন্য উচ্চমানের ভিএফএক্স ব্যবহার করতে হবে। যার কারণে ছবির বাজেটও বেড়েছে। বাঘাওড়িশার একটি বড় অংশে ছবির শুটিং হবে।