সংক্ষিপ্ত
মেয়ের স্মৃতিচারণায় উঠে এল হাজারো গল্প। কেমন আছে আজ ঐন্দ্রিলার পরিবার?
'এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া', দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর। ঝলমলে আলো আর উৎসবের সুভাস বাতাসে নিয়ে এল আরও একটা পুজো। কিন্তু এত আলোর মাঝেও আঁধারে ছেয়ে রয়েছে ঐন্দ্রলার বাড়ি। এই একটা বছর আগের পুজোতেও মেয়ে সঙ্গেই ছিল। আজও ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐন্দ্রিলার স্মৃতি। বছর খানেক আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সে ঘটনার একবছর কেটে গেলেও শোক কাটিয়ে উঠতে পারেনি ঐন্দ্রিলার পরিবার। পুজোতেও দু'চোখ অন্ধকার ঐন্দ্রিলার মায়ের। পুজোর কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন তিনি। মেয়ের স্মৃতিচারণায় উঠে এল হাজারো গল্প। কেমন আছে আজ ঐন্দ্রিলার পরিবার?
এক বছর আগে মেয়েকে হারিয়েছে শর্মা পরিবার। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন তরুণ অভিনেত্রী। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় এক বছর। তবুও ঐন্দ্রিলার মা বোনের জীবন যেন আজও সেউ মুহূর্তেই থেমে রয়েছে। পুজোর কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ঐন্দ্রিলার মা। কন্নাভেজা গলায় বললেন,'পুজো নেই, আর আসবে না।' পাশাপাশি তিনি আরও বলেন,'সবাইকেই তো একদিন চলে যেতে হবে। তবে ওর চলে যাওয়া মানতে পারিনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানতে পারব না।' মেয়ের স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ''গতবছর শরীর খারাপ নিয়েও অনলাইনে সকলের জন্য জামাকাপড় কিনেছে। আমি বারবার বলতাম, এত কিনিস না মনা। কিছুতেই শুনবে না। না সকলকে দিতে হবে। কার কোনটা পছন্দ, সব খেয়াল রাখত। দু'হাত ভরে করেছে সবার জন্য। শুধু কেনাকাটা নয়। সবাইকে গুছিয়ে পাঠানো, তারপর খোঁজখবর নেওয়া। এমন লক্ষ্মী মেয়ে যে আর হয় না।'
এই বছরই কলকাতায় বড় মেয়ের কাছে চলে যাওয়ার কথা শিখা দেবীর। ঐন্দ্রিলা চলে গিয়েছে, ঐন্দ্রিলার স্মৃতি হিসেবে তাঁর পোষ্যদের নিয়েই দিন কাটাতে চান তিনি । তাঁর কথায়,'কলকাতায় চলে যাব বড়মেয়ের কাছে। জীবনের সবচেয়ে বড় উপহার চলে গিয়েছে।ওর পোষ্যগুলোকে নিয়ে সময় কাটবে।' উল্লেখ্য সম্প্রতিই মেয়ের স্মৃতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপন করলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। গাছেদের মধ্যেই তাঁর মেয়ে বেঁচে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।