চলতি সপ্তাহের টিআরপি রেটিং-এ প্রকাশ পেয়েছে কোন ধারাবাহিকগুলি শীর্ষস্থান দখল করেছে। 'পরশুরাম আজকের নায়ক' ফিরে এসেছে শীর্ষ স্থানে। কিছু ধারাবাহিক শেষ হওয়ার পাশাপাশি নতুন ধারাবাহিকও শুরু হচ্ছে।
TRP -র প্রতিযোগিতা চলে প্রতি মুহূর্তে। একে অপরকে টেক্কা দিতে প্রতিদিনই কঠিন পরিশ্রম করে চলেছেন তারকা থেকে পরিচালক সকলে। বাদ নেই স্ক্রিপ্ট রাইটার থেকে প্রযোজক কেউই। প্রতি নিয়ত গল্পে আনা হচ্ছে পরিবর্তন। দর্শকদের আগ্রহ বজায় রাখতে দেখানোর চেষ্টা চলছে নতুনত্ব। এবার প্রকাশ্যে এল সেই পরিশ্রমের ফল। দেখা গেল চলতি সপ্তাহে TRP রেটিং-এ কে কাকে দিল টেক্কা। টানা বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম স্থানে ছিল ‘পরশুরাম আজকের নায়ক’। এগিয়ে ছিল রাজরাজেশ্বরী ভবানী। ২ সপ্তাহ পর ফের পুরনো স্থানে ফিরে এল ‘পরশুরাম আজকের নায়ক’।
চলতি সপ্তাহে প্রথম স্থানে আছে পরশুরাম আজকের নায়ক। স্টার জলসার এই সিরিয়ালের টিআরপি ৭.১। গত সপ্তাহে তা ছিল ৬.৭। দ্বিতীয় স্থানে আছে রাজরাজেশ্বরী রাণী ভবাণী। স্টার জলসার এই সিরিয়ালের টিআরপি ৬.৬। গত সপ্তাহে তা ছিল ৭.১। এর পাশাপাশি দ্বিতীয় স্থানে আছে চির সখা। স্টার জলসার এই সিরিয়ালের টিআরপি ৬.৬। গত সপ্তাহে তা ছিল ৬.৪। তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। জি বাংলার এই সিরিয়ালের টিআরপি ৬.৫। গত সপ্তাহে তা ছিল ৬.৩। চতুর্থ স্থানে আছে পরিণীতা। জি বাংলার এই সিরিয়ালের টিআরপি ৬.৪। গত সপ্তাহে তা ছিল ৫.৯। পঞ্চম স্থানে আছে রাঙামতী তিরন্দাজ। স্টার জলসার এই সিরিয়ালের টিআরপি ৬.২। গত সপ্তাহে তা ছিল ৬.০।
তেমনই ষষ্ঠ স্থানে আছে ফুলকি। এই সিরিয়ালের টিআরপি ৬.১। সপ্তাম স্থানে আছে চিরদিনই তুমি যে আমার। এই সিরিয়ালের টিআরপি ৫.৯। অষ্টম স্থানে আছে আমাদের দাদামণি। এই সিরিয়ালের টিআরপি ৫.৪। নবম স্থানে আছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ। এই সিরিয়ালের টিআরপি ৫.৩। দশম স্থানে আছে কথা। এই সিরিয়ালের টিআরপি ৪.৬।
এদিকে সদ্য জি বাংলা দুটি ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তা হল, আনন্দী ও মিত্তির বাড়ি। যদিও দুটো স্লটের হালই খুব খারাপ। আসছে কনে দেখা আলো ও জোয়ার ভাটা শুরু হবে শীঘ্রই। আসছে কনে দেখা আলো শুরু হবে ২৫ অগাস্ট থেকে। রাত ৯টার স্লটে। আর জোয়ার ভাটা কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। জোয়ার ভাটা-র প্রোমো এলেও সিরিয়াল শুরু দিন ঘোষণা হয়নি।


