রবিনার জন্মদিন পালন শুরু একসপ্তাহ আগেইশনিবার ৪৫-এ পা দিলেন রবিনাসোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কেক কাটার ভিডিওশনিবার শুভেচ্ছাবার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা

শনিবার ৪৫-এ পা দিলেন রবিনা টন্ডন। এক সময় পর্দায় লাগাতার উষ্ণতা ছড়িয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন নব্বইয়ের দশকের এই অভিনেত্রী। একের পর এক হিট ঠবি উপহার দিয়েছিলেন দর্শকদের। কেবল অভিনয়ে নয়, সমান তালে নাচে নজর কেড়েছিলেন সকলের। 

আজও কোথাও গিয়ে অমলিন টিপ টিপ বর্ষা পানি গানের সঙ্গে রবিনার নাচ। কেবল অক্ষয় কুমারই নয়, গোবিন্দার সঙ্গেও সমান তালে নেচে ফ্লোর কাঁপিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাঁর অভিনয়ের ধাঁচ, বদলেছে পর্দায় উপস্থিতির স্টাইল। তবুও আজও তিনি বলিউডের অন্যতম নায়িকাদের মধ্যে অন্যতম। বেশ কিছুদিন হল বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। 

View post on Instagram

ভক্তদের মধ্যে রবিনার ছবি নিয়ে খানিক আক্ষেপ থাকলেও বিভিন্নরিয়ালিটি শো-এর মাধ্যমে সকলের সামনে নিজেকে তুলে ধরেন তিনি। সমানভাবে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রবিনা। সেখানেই ছবি শেয়ার করেছিলেন তিনি। জন্মদিনের এক সপ্তাহ আগেই কেক কেটে শুরু করেছিলেন সেলিব্রেশন। আর শনিবার জন্মদিন উপলক্ষ্যে ভরে উঠল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা।