সংক্ষিপ্ত
- করোনা ঠেকাতে সাধ্য মত সাহায্য তারকাদের
- একাধিক পদক্ষেপ নিয়েছিলেন শাহরুখ খান
- এবার পিপিই চেয়ে অভিনেতার কাছে আবেদন অভিনেত্রীর
- সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন আর্জি
করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক দেশ লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,০০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে বিশ্ব। লক ডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। এ লড়াই সর্বস্তরে। প্রতিটা পদক্ষেপেই পাশে রয়েছেন তারকারা।
আরো পড়ুনঃ করোনা মোকাবিলায় ময়দানে শিল্পীরা, প্রিয়াঙ্কা-শাহরুখের উদ্যোগে লড়ার সাহস পেল ভারতীয় জনতা
সাধ্য মত অনুদান থেকে শুরু করে সচেতনতা গড়ে তোলা, কোনও দিক থেকেই পিছিয়ে নেই বলিউড। ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছেন একাধিক তারকা। একাধিক পদক্ষেপ নিয়ে নজর কেড়েছেন শাহরুখ খানও। দেশ থেকে রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কথা দিয়েছিলেন সাধ্য মত প্রয়োজনে পাশে থাকবে। কয়েকদিন আগেই মহারাষ্ট্র সরকারকে পিপিই দিয়েছিলেন তিনি।
এবার বলিউড অভিনেত্রী ঔরঙ্গাবাদের জন্য বপিপিই চাইলেন শাহরুখ খানের কাছে। সেক্রেট গেম-এর অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে ঔরঙ্গাবাদের পরিস্থিতির কথা তুলে ধরে জানালেন যে সেখানকার ডাক্তারদের প্রয়োজন পিপিই। ২৫০০ পিপিই যদি শাহরুখ খান তাঁদের দেন তবে কৃতজ্ঞ থাকবেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় পোসেট করে আবেদন করলেন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত শাহরুখ খান কোনও উত্তরই দেননি।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস