সংক্ষিপ্ত
মুক্তির পর থেকে এই সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। প্রায় ১১৬ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে মাত্র ৬ কোটিতে বানানো এই ছবি।
মুক্তির পর থেকেই গোটা দেশে কার্যত ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’(The Kashmir Files)। সিনেমা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতিও। রাজনীতিবিদ থেকে শুরু করে অনেক সিনে সমালোচক যেমন এই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছে তেমনই আবার দানা বেঁধেছে বিতর্ক। এবার দেশজোড়া এই বিতর্কের আবহেই কাশ্মীর ফাইলসের পক্ষে সুর চড়ালেন বিখ্যাত বলিউড তারকা উরফি জাভেদ(Bollywood star Urfi Javed)। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি 'দ্য কাশ্মীর ফাইলস' ফিল্ম সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন। এর সাথে তিনি লিখেছেন, 'লোকেরা কীভাবে মানুষকে হত্যা করে? এটা কি ধর্মের ভিত্তিতে ঘৃণা নয়? কাশ্মীরি পণ্ডিতদের সাথে যা হয়েছে তা ভুল, খুব বড় ভুল।” এর সাথেই তিনি কাশ্মীরি পন্ডিতদের নিয়ে ৩ মিনিটের একটি গল্পও পোস্ট করেছেন।
এদিকে মুক্তির পর থেকে এই সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। প্রায় ১১৬ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে মাত্র ৬ কোটিতে বানানো এই ছবি। তবে মুক্তির পর থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। যদিও এই ফিল্মটিকে অনেক রাজ্যে ট্যাক্স ফ্রিও করা হয়েছে। মুক্তির পর ইতিমধ্যেই বক্স অফিসের ৮ দিনের বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। অষ্টম দিনেই ছবিটি রেকর্ড ব্রেকিং আয় করেছে। ছুঁয়ে ফেলেছে বাহুবলী ২-র আয়ের রেকর্ডও। শুধু তাই নয়, দ্বিতীয় সপ্তাহে শনি ও রবিবারের বুকিং খুব ভালো। অন্যদিকে, বলিউডের অনেক খ্যাতনামা ব্যক্তিও এই ছবি বিষয়ে কথা বলতে গিয়ে টার্গেট হয়েছেন। ট্রোলড হচ্ছেন অনেকে। এই ছবিতে অনুপম খের এবং পল্লবী জোশী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মূলত কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের জোরপূর্বক বিতাড়নের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর এখানেই ছবির বিষয় বস্তু নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। এমনকী সাম্প্রদায়িক উষ্কানি দেওয়ারও অভিযোগ উঠেছে ছবিটির বিরুদ্ধে।
আরও পড়ুন- টক্করে বাবুল সুপ্রিয়, অভিজাত বালিগঞ্জে বামেদের তুরুপের তাস ফুয়াদ হালিম স্ত্রী
এদিকে এই ছবি মুক্তির সাথে সাথেই অন্যদিকে হিজাব বিতর্কে পুড়েছে গোটা দেশ। যা নিয়েও সম্প্রতি মন্তব্য করতে দেখা গিয়েছিল উরফি জাভেদকে। এই প্রসঙ্গে তিনি বলেন, “মেয়েরা কী পরবে, এটা তাদের স্বাধীনতা। আমাদের এত দিনের লড়াই হিজাব পরার বিরুদ্ধে নয়। বরং মেয়েরা যাতে স্বাধীন ভাবে তাঁদের পছন্দমতো পোশাক পরতে পারে, তার পক্ষে। স্কুলে হিজাব পরলে সমস্যা কীসের?” এদিকে খোলামেলা পোশাক পরার জন্য নেটমাধ্যমে সবসময়ই চর্চায় থাকেন উরফি। এবার কাশ্মীর ফাইলস নিয়ে মুখে খুলে নতুন করে উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন- বয়সকালে স্মৃতিভ্রমের কারণে জটিল ব্যাধি সারাবে এই ওষুধ, নয়া গবেষণা ঘিরে বাড়ছে আশার আলো
আরও পড়ুন- দোলে ‘রঙ রুটে’ যাদবপুর, ভাইরাল ভিডিও ঘিরে দানা বাঁধছে বিতর্ক