- Home
- Entertainment
- Bollywood
- এআর রহমান সম্পর্কে ভুয়ো খবর! অস্কার জয়ী সুরকারের অসুস্থতার কারণ জানুন ছবিতে
এআর রহমান সম্পর্কে ভুয়ো খবর! অস্কার জয়ী সুরকারের অসুস্থতার কারণ জানুন ছবিতে
AR Rahman Health: এআর রহমানের দল জানিয়েছেন, দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর শরীর জলশূন্য হয়ে গিয়েছিল। ডিহাইড্রেশনের ভুগছিলেন তিনি। সেই কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

হাসপাসতালে এআর রহমান
অস্কারজয়ী সঙ্গীত শিল্পি হাসপাতালে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
ভুয়ো খবর
এআর রহমানের অসুস্থতার সম্পর্কে ভুল খবর রটে যায়। হাসপাতালে ভর্তির কথা যেমন ঠিক তেমনই ভুল তাঁর বুকে ব্যাথার খবর।
রহমানের দল জানিয়েছে
এআর রহমানের দল জানিয়েছেন, দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর শরীর জলশূন্য হয়ে গিয়েছিল। ডিহাইড্রেশনের ভুগছিলেন তিনি। সেই কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
সঙ্গে অন্য উপসর্গ
রহমানের দল জানিয়েছে ডিহাইড্রেশনের পাশাপাশি ঘাড়ে ব্যাথা হয়েছিল এআইর রহমানের।
বর্তমানে অবস্থা
৫৮ বছর বয়সী সুরকার বর্তমানে স্থিতিশীল রয়েছে। আজই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। কাল রাতেই লন্ডন থেকে চেন্নাই ফিরেছেন। পথের অস্বস্তির কথা জানিয়েছেন।
ভুয়ো খবর বলে দাবি
সংগীতশিল্পীদের দল "ভুয়ো" প্রতিবেদনও অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছে যে তাকে "বুকে ব্যথা"র জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহমান ঘনিষ্টরা জানিয়েছেন তাঁর বুকের কোনও সমস্যা আপাতত নেই। অনেকে মনে করছেন কঠোর পরিশ্রম আর ইদের উপবাসের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন সুরকার।
ব্যস্ত এআইর রহমান
বর্তমানে এআর রহমান ব্যস্ত রয়েছেন কয়েকটি অনুষ্ঠান নিয়ে। গত মাসে চেন্নাইতে ম্যাথামেটিক্স ট্যুর কনসার্টে এড শেরানের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন রহমান।
এডের সঙ্গে যৌথ উদ্যোগ
এডের শেপ অফ ইউ এবং রহমানের উর্বশীর একটি রিমিক্সও প্রকাশ করেছেন। এড ইনস্টাগ্রামে রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিবেন।
ছবির কাজ
ধনুশ এবং কৃতি শ্যানন অভিনীত 'তেরে ইশক মে' ছবির জন্য এআর রহমান কাজ করেছেন।
অসুস্থ রহমানের প্রাক্তন স্ত্রী
রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং অস্ত্রোপচার করতে হয়েছিল।

