বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগেও তিনি একই কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছিল।
দীর্ঘদিন ধরেই অসুস্থ বলিউডের হি-ম্যান। ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আজ সোমবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালের ভেন্টিলেশনে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।
এদিকে কদিন আগে, তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানেই আছেন। সে সময় একজন সাংবাদিক দাবি করেছেন যে, শ্বাসকষ্টের কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সে সময় সাংবাদিক ভিকি লালওয়ানি তার সোশ্যাল মিডিয়া পোস্টে ধর্মেন্দ্রর ছবির একটি কোলাজ শেয়ার করে লিখেছেন, "ধর্মেন্দ্রর শ্বাসকষ্ট হওয়ায় তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। যদিও, মিডিয়ায় সূত্রের খবর অনুযায়ী বলা হয়েছে যে সুপারস্টার ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে কারণ তিনি নিয়মিত পরীক্ষা করাতে চেয়েছিলেন। কিন্তু এখানকার পরিস্থিতি কিছুটা ভিন্ন।"
৮৯ বছর বয়সী ধর্মেন্দ্র নিজেকে সবসময় ফিট মনে করেন এবং হাসিখুশিভাবে জীবনযাপন করেন। এই বছরই এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তার চোখের সার্জারি হয়েছিল, তখন তিনি ডিসচার্জ হওয়ার পর একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছিলেন। পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় ধর্মেন্দ্র বলেন, “আমি শক্তিশালী। এখনও ধর্মেন্দ্রর মধ্যে অনেক দম আছে। এখনও প্রাণ আছে। আমার চোখে আই গ্রাফট হয়েছে। আমি শক্তিশালী। লাভ ইউ, আমার দর্শক, আমার ফ্যানস।”
এদিকে বেশ কিছুদিন ধরে অসুস্থ অভিনেতা। ভর্তি আছেন হাসপাতালে। আজ তাকে ভেন্টিলেশনে ভর্তি করা হয়। সূত্রের খবর, আগামী ৭২ ঘন্টা অভিনেতার জন্য খুবই কঠিন হতে চলেছে।
১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে- ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বহু ছবিতে কাজ করেছেন অভিনেতা। দীর্ঘ বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। শেষ বার অভিনেতাকে দেখা গিয়েছিল, তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ডিসেম্বরে মুক্তি পাবে ইক্কিস। এই ছবিতেও দেখা যাবে অভিনেতাকে।


