Drug Racket: পুলিশের সন্দেহ, সিদ্ধান্ত কপূর ২৫২ কোটির মাদক মামলায় জড়িত রয়েছেন। জানা যাচ্ছে, সেই একই কারণে সুহেল শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মুখ থেকেই জানা গেছে ওরি এবং সিদ্ধান্তের নাম।
Drug Racket: বলিউডে আবারও মাদকচক্রের কালো ছায়া। দুবাইয়ের মহম্মদ সেলিম সুহেল শেখের ‘রেভ পার্টিতে যোগ দিয়ে এমনিতেই পুলিশের নজরে এসে গেছেন ওরহান অবত্রামণি ওরফে ওরি (drug racket bollywood)। সূত্রের খবর, এবার পুলিশ ডেকে পাঠিয়েছে শক্তি কপূরের ছেলে সিদ্ধান্ত কপূরকেও (bollywood drug racket news)।
শক্তি কপূরের ছেলে সিদ্ধান্ত কপূরকেও পুলিশের তলব?
পুলিশের সন্দেহ, সিদ্ধান্ত কপূর ২৫২ কোটির মাদক মামলায় জড়িত রয়েছেন। জানা যাচ্ছে, সেই একই কারণে সুহেল শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মুখ থেকেই জানা গেছে ওরি এবং সিদ্ধান্তের নাম।
ভারতের পাশাপাশি বিদেশেও এই ধরনের মাদক পার্টির আয়োজন করতেন তিনি। এদিকে ভারতে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন ওরি, সিদ্ধান্ত, ফ্যাশন দুনিয়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ এবং গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের এক আত্মীয়।
তারপরেই নাকি ওরিকে ডেকে পাঠায় পুলিশ। যদিও গত ২০ নভেম্বর, তিনি হাজিরা দেননি। তাঁকে ফের উপস্থিত হতে বলা হয়েছে আগামী ২৬ নভেম্বর। তবে সিদ্ধান্ত ঠিক কবে পুলিশের কাছে যাবেন, তা কিন্তু এখনও জানা যায়নি। প্রসঙ্গত, ঐ পার্টি থেকে ২৫২ কোটির মেফেড্রোন উদ্ধার হওয়ার পরেই মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযুক্তকে।
২৫২ কোটির মেফেড্রোন উদ্ধার
প্রসঙ্গত, শক্তি কপূরের ছেলে সিদ্ধান্ত কপূরের বিরুদ্ধে মাদকযোগের অভিযোগ এই প্রথম নয়। এর আগে গত ২০২২ সালে, বেঙ্গালুরুতে মাদক সেবনের অভিযোগে একবার গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, সেই সময়ও এমনই একটি পার্টিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করে পুলিশ।
শুধু তাই নয়, তাদের নমুনা মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে পাঁচজনের পরীক্ষার ফলাফল রীতিমতো ইতিবাচক ছিল। সিদ্ধান্ত নাকি তাদের মধ্যে অন্যতম ছিলেন। এবার ২০২৫ সালে আবারও তাঁকে তলব করল পুলিশ। সেই মাদক মামলাতেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


