সংক্ষিপ্ত

তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। বেঙ্গালুরুর সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয়, যিনি এবছর গ্র্যামি পুরস্কার জিতে নিলেন। সেরা অডিও অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন এই ভারতীয় সুরকার।

গ্র্যামির মঞ্চে একের পর এক নজির গড়ছেন ভারতীয় বংশোদ্ভূত রিকি কেজ। আবারও তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। এবারেও গ্র্যামির মঞ্চে জয়জয়কার ভারতীয় সুরকার রিকির। বিশ্বের সেরা সঙ্গীতের মঞ্চে উড়ল ভারতের জাতীয় পতাকা। এই নিয়ে তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। বেঙ্গালুরুর সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয়, যিনি এবছর গ্র্যামি পুরস্কার জিতে নিলেন। সেরা অডিও অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন এই ভারতীয় সুরকার।

রিকির বিখ্যাত অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য গ্র্যামি পুরস্কার পেলেন ভারতীয় সুরকার। রক লেজেন্ড স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি কেজ। এবার সেই অ্যালব্যামের হাত ধরেই তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতলেন রিকি কেজ। নিজের সোশ্যাল মিডিয়ায় পুরস্কার হাতে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছ রিকি। এবং তার এই গ্র্যামি পুরস্কার ভারতকে উৎসর্গ করেছেন রিকি। তৃতীয় গ্র্যামি পুরস্কার জিতে ছবি শেয়ার করে রিকি লেখেন, আমি কৃতজ্ঞ, আমার তৃতীয় গ্র্যামি পুরস্কার পেয়ে। আমি এই পুরস্কার ভারতকে উৎসর্গ করছি। রিকির এই পোস্টে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

 

 

রিকির অ্যালবাম 'ডিভাইন টাইডস'সেরা ইমারসিভ অডিও অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছিল। তিনি আইকনিক রক ব্যান্ড দ্য পুলিশ-এর ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন। ২০২২ সালেও নিউ এজ অ্যালবাম বিভাগে নিজের অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন রিকি কেজ। । এই নিয়ে তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়ে ভীষণ আপ্লুত রিকি। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে প্রথমবার গ্র্যামি পুরস্কার জিতেছিলেন রিকি কেজ। তার অ্যলবাম ' উইন্ডস অফ সামসারা'-র জন্য বেস্ট নিউ এজ বিভাগে গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন রিকি কেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম হলেও বেশ কিছু বছর ধরে কাজের সূত্রে ভারতেই থাকেন রিকি কেজ। গ্র্যামির মঞ্চে এবার রেকর্ড গড়লেন বিয়ন্সে। এই নিয়ে ৩২ বার গ্র্যামি পুরস্কার জিতে নিয়ে সর্বকালীন নজির গড়েছেন বিয়ন্সে। চলতি বছরে গ্র্যামি জিতে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি বিজেতার তকমা পেলেন পপ তারকা। তার কন্ঠে যেমন জাঁদু রয়েছে, তেমনই সেই জাঁদুতে মোহিত গোটা আসমুদ্রহিমাচল। চলতি বছর বিয়ন্সে তার ‘রেনেসঁ’-অ্যালবামের জন্য ৩২ তম গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন। তার সোলো গানের সপ্তম অ্যালবাম এটি। বিয়ন্সের এই গান বিলবোর্ডের সর্বকালের সেরা গানের অ্যাখা পেয়েছে।