সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা গোবিন্দা স্বীকার করেছেন যে তিনি দাউদ ইব্রাহিমের অনুষ্ঠানে নেচেছিলেন। এই তথ্যটি বলিউডে গ্যাংস্টারদের বিনিয়োগ এবং তারকাদের উপর তাদের প্রভাবের প্রেক্ষাপটে উঠে এসেছে। 

দাউদ ইব্রাহিমের অনুষ্ঠানে গিয়ে নেচে এসেছিলেন, স্বীকার করেছিলেন গোবিন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা ফের এল প্রকাশ্যে। দাউদ ইব্রাহিম বলিতারকাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন তা এল প্রকাশ্যে। প্রকাশ্যে এল গোবিন্দার কথাও। জানান যায়, দুবাই-এ দাউদের অনুষ্ঠানে পারফর্ম করতে যেতেন তারকারা। তারা একপ্রকার বাধ্য ছিল বলা চলে। কারণ, সে সময় বহু বলিউড ছবিতে বিনিয়োগ করতেন তারা।

জানা যায়, সত্য, কোম্পানি, ড্যাডি, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা- এই ছবিগুলো গ্যাংস্টারদের নিয়েই। এই সব ছবিতে বিনিয়োগ করতেন গ্যাংস্টারেরা। এমনকী, ১৯৭০ -র দিওয়ার, মুকদ্দর কা সিকন্দর-র মতো ছবিতেও গ্যাংস্টারদের তরফ থেকে আর্থিক সহায়তা আসত। ২০০২ সালে মুক্তি পায় কোম্পানি। সেই ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছিল মোহনলাল। চরিত্রের নাম ছিল শ্রীনিবাসন। সেই চরিত্রটি নাকি শ্রীবন্ধনের ওপর তৈরি। একথা জানান আইপিএস আধিকারিক নিজেই।

জানা যায়, ছবিতে বিনিয়োগ করে তারকাদের হাতের মুঠোয় রাখতেন গ্যাংস্টার। শ্রীবন্ধন বলেছেন, দাউদ ইব্রাহিম সব অভিনেতাকে দুবাইয়ে ডেকে পাঠাতেন। ডেকে পুরস্কৃত করতেন। তার পরে আবার তাঁরা ফিরে আসতেন। প্রথম সারির বহু অভিনেতা দুবাই-এ গিয়েছিলেন। প্রায় ৮৩ জন সঙ্গীত শিল্পী ছিলেন। বিশেষ বিমানে করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল।

জানা যায়, গোবিন্দাও গিয়েছিলেন। সে কথা গোবিন্দাই স্বীকার করেন। গোবিন্দা বলেছিলেন, ‘আমরা আর কী করব? আমরা গিয়ে নেচে এসেছি।’ শ্রীবন্ধন মনে করিয়ে দেন, টি সিরিজের প্রতিষ্ঠাতাকে মনে আছে? শোনা যায়, ওঁকে কিন্তু এই অন্ধকার জগতের মানুষেরাই হত্যা করেছিল। এমনই সত্য সামনে আসে শ্রীবন্ধনের কথায়। বলিউডের অন্দরের কথা ফাঁস করেন তিনি। এক সময় দুবাইয়ে বহু শিল্পীদের নিয়ে যেতেন দাউদ। সেখানে পারফর্ম করতে হত তাঁদের। আলাদা বিমানে নিয়ে যাওয়া হত বলে জানা যায়।