অমিতাভ-রেখার সম্পর্ক: জয়া বচ্চন রেখাকে ডিনারে ডেকে বলেন, তিনি কখনও অমিতাভকে ছাড়বেন না। এরপর রেখা অমিতাভের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। ১৯৭১ সালে প্রথম দেখা হয় অমিতাভ ও জয়ার।
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক কারও কাছে অজানা নয়। একটা সময় ছিল যখন তাঁরা একে অপরের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে, তাঁরা দুনিয়ার তোয়াক্কা না করে সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সেই সময় অমিতাভ বচ্চন বিবাহিত ছিলেন। এমন পরিস্থিতিতে জয়া যখন এই কথা জানতে পারেন, তখন তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন।
জয়ার এই কথা শুনে রেখা, অমিতাভের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জয়া রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্কের কথা জানতে পেরে, অমিতাভ শহরে না থাকার সময় রেখাকে ডিনারে আমন্ত্রণ জানান। রেখা জানতেন যে জয়া, অমিতাভ এবং তাঁর সম্পর্ক সম্পর্কে অবগত, তবুও তিনি তাঁদের বাড়ি যান। সেই সময় রেখার মনে হয়েছিল যে জয়া তাঁর উপর রাগ করবেন, কিন্তু তিনি তেমন কিছুই করেননি, বরং রেখাকে বাড়িতে ভালোভাবে স্বাগত জানিয়েছিলেন। এরপর তিনি রেখাকে খুব ভালোবাসার সঙ্গে খাইয়েছিলেন, কিন্তু রেখা যখন যাচ্ছিলেন তখন জয়া এমন কিছু কথা বলেছিলেন, যা শোনার পর রেখা কখনও অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলেননি এবং তাঁদের বাড়ি আর ফিরে যাননি। সেই সময় জয়া রেখাকে বলেছিলেন যে তিনি কখনও অমিতকে ছাড়বেন না। জয়ার এই কথা শুনে রেখা বুঝতে পারেন যে অমিতাভ এবং তিনি কখনও এক হতে পারবেন না। তাই এই ঘটনার পর তিনি আর কখনও অমিতাভের দিকে ফিরে তাকাননি।
এই সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ-জয়ার
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের প্রথম দেখা হয়েছিল ঋষিকেশ মুখার্জীর ছবির সেটে। ১৯৭১ সালে 'গুড্ডি' ছবির সেটে তাদের দেখা। এরপর ১৯৭৩ সালের ৩ জুন তাঁরা বিয়ে করেন। এই বিয়েতে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুটি সন্তান রয়েছে, শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের প্রেম কাহিনি সব সময় থাকে খবরের শিরোনামে।


