নাটু নাটু গানের অস্কার জয়, রাজামৌলি কীরাবাণীদের শুভেচ্ছা জানালেন মদন কারকি

নাটু নাটু-র অস্কার জয় কার্যত এক দুরন্ত সাড়া ফেলে দিয়েছে। এস এস রাজামৌলির ছবি আরআরআর-এর গান যে ইতিমধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয় তার প্রমাণ কয়েক দিন আগেও মিলেছিল। অপেক্ষা ছিল সত্যি সত্যি অস্কার আসে কি না-  তার জন্য।

Share this Video

দক্ষিণী ছবির এক জনপ্রিয় কথাকার মদন কারকি। আরআরআর ছবির তামিল ভার্সানে নাটু নাটু গানের কথাও লিখেছেন তিনি। কিন্তু, ছবির মূল ভাষা এবং তার সুরকেই অস্কারের মঞ্চে সম্মানিত করা হয়। তাই নাটু নাটু গান-এর মূল সুরকার কীরাবাণী এবং কথাকার চন্দ্রবোস-কেই সম্মানিত করা হয়েছে অস্কারের মঞ্চে। আরআরআর মতো ছবি-র সঙ্গে তিনি জুড়ে রয়েছেন এটা ভেবেই এখন আপ্লুত মদন কারকি। এশিয়ানেট নিউজ-কে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি রীতিমতো শুভেচ্ছা জানিয়েছেন কীরাবাণী, চন্দ্রবোস থেকে শুরু করে এসএস রাজামৌলিকে।

Related Video