- Home
- Entertainment
- Bollywood
- Pahalgam Terror Attack: পাকিস্তানে সিনেমা রিলিজ বাতিল করে বিশেষ বার্তা সুনীল শেট্টির, কী বললেন অভিনেতা
Pahalgam Terror Attack: পাকিস্তানে সিনেমা রিলিজ বাতিল করে বিশেষ বার্তা সুনীল শেট্টির, কী বললেন অভিনেতা
পহেলগাঁও হামলার প্রতিবাদে সুনীল শেট্টি পাকিস্তানে নিজের সিনেমা রিলিজ বাতিল করেছেন। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন, জঙ্গিরা ধর্মীয় পরিচয় নির্ধারণ করে হিন্দুদের লক্ষ্য করে হত্যা করেছে।

কাশ্মীর তুমি কার? দীর্ঘ কয়েক দশক ধরে কাশ্মীর ইস্যুকে রক্ত ঝড়িয়েছেন বহু মানুষ। ভারত-পাক এই টানাপোড়েনে প্রাণ গিয়েছে বহু মানুষের। এবারও এই একই হিংসার কারণে প্রাণ হারালেন ২৬ জন।
এই ঘটনায় তপ্ত সারা দেশ। চলছে প্রতিবাদ। এবার নিজের ছবি রিলিজ বাতিল করে প্রতিবাদ করলেন সুনীল শেট্টি (Suniel Shetty)
এবার এই পহেলগাঁও হামলার পর পাকিস্তানে নিজের সিনেমা রিলিজ বাতিল করল অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। তিনি বলেন, কাশ্মীর আমাদের ছিল, আমাদেরই থাকবে।
পহেলগাঁও ঘটনার পর তপ্ত সারা দেশ। এই উত্তপ্ত পরিস্থিতিতে দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিলেন সুনীল শেট্টি।
সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন অভিনেত। সেখানে পেহলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ভিতরের ভয়কে তোল্লাই দেবেন না। সকলে ঐক্যবন্ধ হন।
সুনীল শেট্টি বলেন, আমাদের কাছে মানব সেবাই ঈশ্বর সেবা। ঈশ্বর সবকিছু দেখছেন এবং এৎ বিচার উনি করবেন। এই মুহূর্তে আমাদের ভারতীয়দের উচিত বিভেদ ভুলে এক হওয়া। বিভাজনকারীদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবন্ধ হওয়া।
তিনি আরও বলেন, ওদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে কাশ্মীর যেমন আমাদের ছিল তেমমই আছে আর আজীবন থাকবেও। আর সেটাই প্রমাণ করার চেষ্টা করছে আমাদের দেশের সেনাবাহিনী, রাজনীতিকরা।
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁও-তে পর্যটকদের ওপর আক্রমণ করা হয়। তাদের হত্যা করে জঙ্গিরা। ধর্ম জেনে বেছে বেছে হত্যা করা হয়। মূলত হিন্দুদের হত্যা করে সন্ত্রাসবাদীরা।
ঘটনাস্থলে ২৬ জন পর্যটক প্রয়াত হন। দুই ভারতীয় বংশোদ্ভূত বিদেশ নাগরিক সহ ২৬ জন নিহত হন।
২০১৯ সালে পুলওয়ামার উপত্যাকার পর সবচেয়ে মারাত্মক ঘটনা। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিরা দাবি করেছেন যে, জঙ্গিরা ধর্ম জেনে বেছে বেছে হিন্দুদের হত্যা করে।
আগে তারাও দাবি করেছিলেন যে, পুরুষদের প্যান্ট খুলতে বলা হয়েছিল এবং তাদের বিশ্বাস নিশ্চিত করার জন্য পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করা হয়েছিল। সদ্য সে বিষয় নিশ্চিত করেছে তদন্তকারী আধিকারিকরা।
এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া মহিলা পর্যটক পুলিশকে জানিয়েছিল যে, বন্ধুকধারীরা তার হাতে বিয়ের চুড়া দেখে তার কাছে আসে, সন্দেহ করে যে তারা হিন্দু। আবার একজন বলেন, তাঁর সিঁথিতে সিঁদুর দেখে তাঁর স্বামীকে হত্যা করা হয়।
তদন্তকারী অফিসারদের মতে, নিহতদের মধ্যে ২৫ জন পর্যটক এবং ১ জন স্থানীয়। বেশ কয়েকজন অতন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে।

