110
Image Credit : INSTAGRAM

ফিল্ম দেবা থেকে ধামাকাদার প্রত্যাবর্তন করছেন অভিনেতা শহিদ কাপুর। শহিদ শরীর ফিট রাখার জন্য কার্ডিও এক্সারসাইজের উপর বিশেষ জোর দেন। 

210
Image Credit : Social Media

নিয়মিত দৌড়ানো, স্ট্রেংথ ওয়ার্কের জন্য রেজিস্টেন্স ট্রেনিং তাকে ফিট রাখতে সাহায্য করে। এছাড়াও শহিদ অ্যারোবিক এক্সারসাইজে মনোযোগ দেন।

310
Image Credit : INSTAGRAM

মন ও শরীরকে সঠিকভাবে ভারসাম্যপূর্ণ রাখার জন্য শহিদ কাপুর অলিম্পিক লিফ্ট করেন। 

410
Image Credit : Social Media

এতে তাঁর শরীর শক্তি পায় এবং শরীরের সমন্বয় বজায় রাখতে সাহায্য করে।

510
Image Credit : INSTAGRAM

বয়স বাড়ার সাথে সাথে নিজেকে ফিট রাখার জন্য শহিদ কাপুর প্রতিদিন দৌড়ান। 

610
Image Credit : INSTAGRAM

এতে তাঁর শরীর শক্তি পায়। কার্ডিও এক্সারসাইজে দৌড়ানো তাঁর জন্য গুরুত্বপূর্ণ।

710
Image Credit : INSTAGRAM

শহিদ কাপুর প্রোটিন সমৃদ্ধ খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে পছন্দ করেন। 

810
Image Credit : instagram

শহিদের ডায়েটে কার্ব, প্রোটিন, ফ্যাট, মিনারেল ইত্যাদির ভারসাম্য বজায় থাকে।

910
Image Credit : INSTAGRAM

ক্ষুধা পেলে শহিদ কাপুর ড্রাই ফ্রুটস বা বাদাম খেয়ে পেট ভরান। এতে তাঁর তাড়াতাড়ি ক্ষুধা লাগে না এবং অস্বাস্থ্যকর খাবারও খেতে হয় না। 

1010
Image Credit : Social Media

আপনিও শহিদের স্বাস্থ্যকর খাবারের অভ্যাস থেকে অনুপ্রেরণা নিতে পারেন।