- Home
- Entertainment
- Bollywood
- Year Ending 2024: রইল চলতি বছরের সেরা ১০টি বলিউড ছবির তালিকা, দেখে নিন ছবির আয়
Year Ending 2024: রইল চলতি বছরের সেরা ১০টি বলিউড ছবির তালিকা, দেখে নিন ছবির আয়
- FB
- TW
- Linkdin
২০২৪ সালের সেরা বলিউড ছবির তালিকায় আছে ফাইটার। দীপিকা, অনিল কাপুর এবং হৃতিক অভিনীত ছবিটি মুক্তি পায় জানুয়ারিতে। ২১২ কোটি আয় করেছিল ছবিটি।
শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া মন কেড়েছিল সকলের। ছবিতে রোবটের প্রেমে পড়েছিল শাহিদ। কমেডি এই ছবি মুক্তি পায় ফেব্রুয়ারিতে। ছবির গল্প থেকে গান নজর কেড়েছিল সকলের।
ফেব্রুয়ারিতে মুক্তি পায় আর্টিকেল ৩৭০। ইয়ামি গৌতম অভিনীত ছবিটি ছিল পলিটিকাল অ্যাকশন থ্রিলার। চলতি বছরের সেরা ছবির তালিকায় আছে আর্টিকেল ৩৭০। ছবির আয় ছিল ৭৮ কোটি টাকা।
আর মাধবন এবং অজয় দেবগণ অভিনীত শয়তান দর্শকদের মন কেড়েছিল। কালা জাদু ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। ১৪৮ কোটি আয় করেছিল ছবির হিন্দি ভার্সন। মুক্তি পেতে না পেতেই গড়েছিল রেকর্ড।
মুনজ্যা মুক্তি পায় চলতি বছর জুন মাসে। ছবিটি একেবারে নতুন ধরনের গল্প নিয়ে তৈরি। কমেডি হরর এই ছবির বাজেট ছিল ৩০ কোটি। সেখানে ছবিটি আয় করেছে ১৩২ কোটি।
কার্তিক আরিয়ানের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা রাখে না। চলতি বছরে মুক্তি পায় চন্দু চ্যাম্পিয়ন। কবির খান পরিচালিত এই বায়োপিক ছবির আয় ছিল ৬৩.৫৬ কোটি টাকা।
কালকি ২৮৯৮ এডি ছবি নিয়ে দর্শক মনে উন্মাদনা ছিল তুঙ্গে। একদিকে বিগ বি, অন্যদিকে প্রভাস, তেমনই দীপিক পাড়ুকোন এবং কমল হাসানের মতো তারকাদের দেখা গিয়েছে ছবিতে। বিগ বাজেটের এই ছবির হিন্দি ভার্সন আয় করেছে ২৯৩.১৩ কোটি।
চলতি বছরে মুক্তি পায় স্ত্রী ২। শ্রদ্ধা অভিনীত কমেডি হরর এই ছবি নজর কেড়েছে সকলের। ছবির মোট আয় ৫৬৪ কোটি। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেরা বলিউড ছবির তালিকায় আছে স্ত্রী ২।
১ নভেম্বর মুক্তি পেল ভুল ভুলাইয়া ৩। কার্তিক আরিয়ান, বিদ্যা বালন, মাধুরী এবং তৃপ্তি ডিমরি অভিনীত ছবিটি মুক্তি পেতেই গড়ল রেকর্ড। এখনও পর্যন্ত বিশ্ব বাজারে ৪২১ কোটি আয় করেছে ছবিটি।
১ নভেম্বর মুক্তি পায় সিংঘম এগেইন। অজয় দেবগণ অভিনীত ছবিটি গড়েছে রেকর্ড। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেরা বলিউড ছবির তালিকায় আছে ছবিটি। ছবির আপাতত আয় ৩৮৬ কোটি।