সংক্ষিপ্ত
- ডিভোর্সের পর গুছিয়ে নিন জীবন
- নিজের জীবন গুছিয়ে দেখিয়ে দিলেন প্রিয়াঙ্কা
- এই সময় কী করা উচিত
- ডিভোর্স মানেই হতাশা নয়
প্রেম করেই রাহুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছোটপর্দায় ভাই-বোনের চরিত্রে অভিনয় দিয়েই হাতেখড়ি হয়েছিল তাদের। ধারাবাহিকের নাম ছিল খেলা। সেখান থেকেই প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল তাদের। এরপর পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে বড় পর্দায় এসেছিলেন এই জুটি। উপহার দিয়েছিলেন ব্লকবাস্টার ছবি চিরদিনি তুমি যে আমার। সেই ছবি বক্স অফিসে ঝড় তোলা উপস্থাপনার পরই এক ভিন্ন স্বাদের ছবির দিক খুলে গিয়েছিল টলিউডে।
তারপর থেকেই টলিউড সফরে সামিল হয়েছিলেন এই জুটি। একের পর এক ছবিই করেছিলেন তারা। তারপরই সাত পাকে বাঁধা পরেন এই জুটি। কিন্তু সেই বৈবাহিক জীবন বেশিদিন সুখের হল না। একটি সন্তান হয়ে যাওয়ার পরও টিকলো না তাদের সম্পর্ক। ফলেই আলাদা হয়ে গেল এই জুটি। কিন্তু সেখানেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা সরকার। পুনরায় ঘুরে দাঁড়িয়ে টলিউড সফরে সামিল হলেন। একের পর এক ছবির অফার আসতে থাকে তার কাছে। সেখান থেকেই শুরু নতুন জীবন। বেশ ভালোই আছেন তিনি। কাজ নিয়েই ব্যাস্ত দিনভর। বড় পর্দা থেকে ওয়েব, সকলের নজর কাড়ছেন তিনি। ফলেই ভেঙে পরা নয়। বিবাহ বিচ্ছেদের পর নিজেকে গুছিয়ে নিয়ে নতুন করে জীবন শুরু করুন।
মনের এই অবস্থায় কী করা উচিত জানুনঃ
১. মন খুলে সমস্যার কথা কাছের বন্ধুর সঙ্গে শেয়ার করুন।
২. কাজে যোগ দিন। নিজেকে ব্যাস্ত রাখুন। সময় কেটে যাবে।
৩. কোথাও থেকে বেড়িয়ে আসুন। মন ভালো থাকবে।
৪. একা না থেকে পরিবারের সকলের সঙ্গে থাকার চেষ্টা করুন। তাতে সমস্যা কমবে।
৫. ভুল গুলোকে সুদরে নিয়ে নতুন করে শুরু করার কথা ভাবুন।
৬. নিজেকে লুকিয়ে না রেখে সকলের সঙ্গে যোগাযোগ রাখুন, অনুষ্ঠানে যোগদান করুন, দেখবেন এগিয়ে যাওয়া অনেকটা সহজ হয়ে গেছে।