সংক্ষিপ্ত
শিবা কার্তিকেয়ন অভিনীত ' ডন ' বর্তমানে পেছনে ফেলে দিয়েছে ভারতে মুক্তি প্রাপ্ত সমস্ত ছবির বক্স অফিস কালেকশানকে। ভারতে এবং আন্তর্জাতিকভাবে সিনেমাটি বর্তমানে প্রায় ১০০ কোটির উপরে ব্যবসা করেছে।
যেদিন থেকে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি হিন্দিতেও মুক্তি পাওয়া শুরু করেছে সেইদিন থেকে তামিল সিনেমার বক্স অফিস কালেকশন পেছনে ফেলে দিচ্ছে বলিউডকে।' ডন' শিবা কার্তিকেয়ন অভিনীত সমস্ত ছবির মধ্যে সবথেকে জনপ্রিয় ছবি হতে চলেছে। তার শেষ ছবি ' ডক্টর ' এর কালেকশন কেও পেছনে ফেলে দিতে চলেছে ' ডন ' ।
'ডন' মুক্তির দ্বিতীয় সপ্তাহে দুর্দান্ত ব্যবসা করে বক্স অফিসে রাজ করছে। শিবা কার্তিকেয়ন অভিনীত সিনেমাটি এখনও পর্যন্ত দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ দিনে প্রায় ২৬.২৫ কোটি টাকা আয় করেছে যা প্রথম সপ্তাহের মোট আয়ের প্রায় ৫০ শতাংশেরও কম। ভারতীয় বক্স অফিসে সিনেমাটি প্রায় ৮০ কোটি টাকার ব্যবসা করেছে।
আরও পড়ুন- করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতে কালোতে জমকালো সলমন খান
আরও পড়ুন- স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা
আরও পড়ুন- লাখ টাকা নয়, সামান্য হাজার টাকার বিনিময়ে শুটিং, কেরিয়ারের শুরুতে কত টাকা রোজগার ছিল ঐশ্বর্যর জানেন?
শুক্রবার এটি 'ডক্টর' (৮২ কোটি টাকা) এর আয়কেও ছাপিয়ে গিয়েছে। ডন শিবার জন্য তার কেরিয়ারের সেরা উপার্জনকারী ছবি হতে চলেছে। ছবিটি আন্তর্জাতিকভাবে আরও ৩.২০ মিলিয়ন (২৪.৫০কোটি টাকা) আয় করেছে, যা শুক্রবারের হিসাবে মোট ১০৩ কোটি টাকা। অর্থাৎ মঙ্গলবার ডন মুক্তির দ্বাদশ দিনে বিশ্বব্যাপী মোট ১০০ কোটি টাকার ব্যবসা করেছে।
ভারতেও খুব শীঘ্রই ডন ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে। দ্বিতীয় সপ্তাহের শেষে ডন ভারতে প্রায় ৮০ কোটির ব্যবসা করতে চলেছে। সামনে আর কোনও বড় ছবির মুক্তিও নেই, ফলে স্বভাবতই ডন আরও বেশি আয় করবে বলেই মনে করা হচ্ছে।
ছবিটি তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ৬৫ কোটি টাকার ব্যবসা করছে। তামিলনাড়ুতে ছবিটির আয় দিন প্রতি প্রায় ২ কোটি টাকা করে।' বিক্রম ' মুক্তির আগে পর্যন্ত ছবিটি কত টাকার ব্যবসা করতে পারে সেটাই এখন দেখার।