সংক্ষিপ্ত
- করোনার কোপ থেকে রেহাইয়ের পথ নেই হলিউডের।
- ফের করোনায় আক্রান্ত হলিউড তারকা ইন্দিরা ভার্মা।
- ভারতীয় বংশোদ্ভূত 'গেম অফ থ্রোনস'-এ অভিনয় করেছেন ইন্দিরা।
'গেম অফ থ্রোনস'র অভিনেতা ক্রিস্টোফার হিভজুর পর ভারতীয় বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী ইন্দিরা ভার্মা আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। ইন্দিরা 'গেম অফ থ্রোনস'-এ এলারিয়া স্যান্ডের ভূমিকায় অভিনয় করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ্যে আনেন।
আরও পড়ুনঃবাথটবে ডুব দিতেই স্পষ্ট হল শরীরী ভাঁজ, ফাঁস ভিডিও
আরও পড়ুনঃকরোনা ভাইরাসের কারণে ওলট-পালট প্রিয়াঙ্কার জীবন, ভিডিও পোস্টে হতাশ গ্লোবাল গার্ল
ক্রিস্টোফারের টেস্টের দু'দিন পরই ইন্দিরার টেস্টের ফলাফল আসে। পোস্টে অভিনেত্রী লেখেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমাদের এবং অন্যান্য বহু অনুষ্ঠানে করোনাভাইরাস আউটব্রেকের কারণে আপাতত স্থগিত রাখতে হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা ফিরব। সকলকে এবং সরকারকে আবেদন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য।"
আরও পড়ুনঃকোয়ারেন্টাইনে নেই অমিতাভ, ছবি বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিনেতা
ইন্দিরার এই পোস্টে 'গেম অফ থ্রোনস'র ভক্তরা রীতিমত চিন্তায় পড়ে গিয়েছে। ক্রিস্টোফারের পরই ইন্দিরার খবরে হতাশ তারা। এখনও পর্যন্ত হলিউডের বেশ কয়েকজন নাম লিখিয়েছেন আক্রান্তেরক তালিকায়। যেখানে টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউসের নাম রয়েছে।