সংক্ষিপ্ত
- চার্লিনের জীবনে রয়েছে একাধিক গল্পের সম্ভার
- পর্দার সামনে কোনও দিন কথা না বললেন কথাটা তিনি ভালোই বলতেন
- বিজ্ঞানীকে দেওয়া উত্তর আজও মানুষের মুখ মুখে ফেরে
- কী বলেছিলেন চার্লি অ্যালবার্টকে
আরও পড়ুনঃ 'প্রশাসনের আইন অমান্য করলেই সেনা নামাতে হবে ', কড়া ভাষায় হুমকি সলমনের
তবে কথার পৃষ্ঠে কথাটা চ্যাপলিন ভালোই বলতে পারতেন। দর্শকেরা তাঁর মুখের শব্দ না শুনতে পেলেও একাধিকবার অভিনেতা প্রমাণ করেছেন, অভিনয়ের মতই ধারালো তাঁর উপস্থিত বুদ্ধি। মালুম পেয়েছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনও। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন চার্লির ভিষণ ভক্ত। তাঁকে সামনে থেকে দেখতে বলেই ফেলেছিলেন, আপনি কিছুই বলেন না, কিন্তু আপনার কথা সবাই বুঝতে পারে।
মুহূর্তে চ্যাপলিন দিয়েছিলেন পাল্টা জবাব। আপনি অনেক কিছুই বলেন, কিন্তু অধিকাংশই তা বুঝে উঠতে পারে না। চ্যাপলিনের এই মজার ছলে দেওয়া উত্তরই প্রমাণ করেছিল তাঁর উপস্থিত বুদ্ধি। চ্যাপলিন নিজের জীবনে সুখের আলো সেভাবে কখনই দেখতে পাননি। তবে অভিনয়ের জন্য, পর্দার সামনে থাকতে নিজেকে উজার করে দিয়েছিলেন। তাঁর জীবনে এমনই অনেক টুকরো গল্প জড়িয়ে রয়েছে, যা আজও সাড়া ফেলে ভক্ত মহলে।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস