সংক্ষিপ্ত
- ৬৭ তম জাতীয় পুরষ্কার ঘোষণা
- সোমবার বিকেলে সামনে এলো তালিকা
- টলিউড থেকে স্থান পেলেন কারা
- বলিউডে শ্রেষ্ঠ সন্মান পেলেন সুশান্ত
৬৭ তম জাতীয় পুরষ্কার ঘোষণা হল সোমবার বিকেলে। বাংলার ঝুলিতে প্রতিবারের মতই এবারও উঠে এলো এক গুচ্ছ পুরষ্কার। সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ ছড়িয়ে পড়ার রই তা সকলের নজর কাড়ে। দেখে নেওয়া যাক এবারের সেরার সেরা তালিকায় রয়েছেন কারা।
আরো পড়ুন- বলিউডের ক্ষতি সামাল দিতে বাড়ছে করোনার ঝুঁকি, কোভিড পজিটিভ এবার কার্তিক আরিয়ান
বাংলায় সেরা ছবির তকমা পেল গুমনামী বাবা। ২০১৯ সালে টলি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল এই ছবি।
শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেলেন বাংলায় কৌশিক গঙ্গোপাধ্যায়, জেষ্ঠ্যপুত্র ছবির জন্য উঠে এলো এই শিরোপা।
হিন্দিতে সেরা ছবির তকমা পেল সুশান্ত সিং রাজপুতের ছবি ছিঁছোরে।
ভোসলে ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেলেন মনোজ বাজপেয়ী।
তামিল ছবি অনুসরণ-এর জন্য সেরা অভিনেতার শিরোপা পেলেন ধনুশ।
জাতীয় পুরষ্কারের তালিকায় মণিকর্ণিকার জন্য উঠে এসেছে কঙ্গনা রানাওয়াতের নাম।
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য শ্রেষ্ঠ সন্মান পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, ছবি জেষ্ঠ্যপুত্র।
শিশুদের ছবি হিন্দিতে সেরা হল কাস্তুরি