পুজোর সাজে হাজির নুসরতনয়া লুকে ধরা দিলেন অভিনেত্রীব্যস্ততা কাটিয়ে এবার খানিকটা সময় পুজোয় গা ভাসানোচতুর্থী থেকে পঞ্চমী, দেখুন কেমন ছিল নুসরতের সাজ

বিয়ের পর প্রথম পুজো। ফলে সেলিব্রেশনটা যে দ্বিগুণ তা আর বলার অপেক্ষা রাখে না। এমনই পরিস্থিতি এখন নুসরত জাহানের। একের পর এক অনুষ্ঠান ঘিরে তাঁর ব্যস্ততা এখন তুঙ্গে। নির্বাচন থেকে শুরু হয়েছিল যাত্রা। চলতি বছরে একাধিক কারণ বশত খবরের শিরোনামে নাম লিখিয়েছেন নুসরত জাহান।

View post on Instagram

নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের শুরুটাই ছিল বিজ্ঞাপন। আর তখন থেকেই নিখিলের সংস্থার সঙ্গে পথ চলা। তবে এত দিন তিনি ছিলেন শুধুই মডেল। চলতি বছরে নুসরতের পাশাপাশি ব্যানারে জায়গা করে নিল নিখিল জৈন। পুজোর আমেজে মেতেই সেই ছবি ছড়িয়ে পড়েছিল রাস্তায় রাস্তায়। 

View post on Instagram

তবে ফিঁতে কাটার পর্ব মিটিয়ে এবার খানিকটা ছুটির মেজাজে নুসরত। বরের সঙ্গে চুটিয়ে ঠাকুর দেখার পরিকল্পনাও করে ফেললেন। পরনে শাড়ি। প্ল্যানিং শুরু চতুর্থী থেকেই। এবার কেমন সাজে ধরা দিলেন অভিনেত্রী! নিখিলের সঙ্গে সেই ছবি শেয়ার করে নিলেন নুসরত জাহান। মাথায় ফুল দিয়ে তিনি যেন বাঙালি বধু। পঞ্চমীতে বেছে নিলেন কমলা ও গোলাপী রং, সঙ্গে ছোট্ট দুল, টিপ ও লিপস্টিক। ব্যাস তাতেই বাজিমাত। জমে গেল তাঁদের পুজোর শুরুটা। তবে বাকি দিনে তাঁর সাজ কেমন থাকে, তাঁর অপেক্ষায় এখন ভক্তরা।