সম্প্রতি কলকাতার বুকে এক পাঁচতারা হোটেলে প্রকাশ্যে এল নুসরত ও নিখিলের ড্রিম প্রোজেক্ট। রঙ্গোলি নয়, এবার তার পরাশাপাশি নতুন প্রজন্মকে চমক দিতে অভিনেত্রী হাজির করলেন একরাশ নতুন পোশাকের কালেকশন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেই খুনসুটিতে মাতলেন মিমি-নুসরত।