প্রতিদিনই বি-টাউনের ব্যস্ততা থাকে তুঙ্গে। সকাল থেকে রাত, জুহু চত্বর থেকে এয়ারপোর্ট। বিভিন্ন কাজে প্রতিনিয়ত ছুটছেন তারকারা। কেউ ব্যস্ত ছবির শ্যুটিং-এ, কেউ আবার ব্যস্ত ছবির প্রচারে। তারই মাঝে ক্যামেরার পোজ দিলেন সেলেব্রিটিরা। দেখে নিন তারই কিছু ঝলক।