বাতিল করতে হবে নাগরিকত্ব সংশোধনী বিল এই বিল পাশ হওয়ার পর থেকেই জ্বলছে গোহাটি বাতিল একাধিক পরিষেবা অনুষ্ঠান বাতিল করলেন পাপন

লোকসভা ও রাজ্যসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল। এর জেরেই বর্তমানে জ্বলছে অসম। খবর প্রকাশ্যে আসা মাত্রই রণক্ষেত্রে পরিণত হয়েছে অসম। বুধবার থেকেই উত্তাল পরিস্থিতি। অবস্থার সামাল দিতে বৃহস্পতিবার বিকেলে কারফু জারি করা হয় অসমে। ফলে ক্রমেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

এখানেই শেষ নয়, সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্নের পথে। বুধবার থেকেই কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি বিমানপথ। এই পরিস্থিতিতে নিজের এলাকাকে ফেলে দিল্লিতে আনন্দ দিতে যেতে পারছেন না গায়ক পাপন। প্রকাশ্যেই এবার সেই কথা জানিয়েদিলেন গায়ক। 

Scroll to load tweet…

শুক্রবার দিল্লিতে গানের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল পাপনের। সেই উপলক্ষ্যেই প্রস্তুতি নিয়েছিলেন পাপন। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগেই জ্বলতে থাকে গুহাটি। এই পরিস্থিতিতে কোনও মতেই নিজেকে ঠিক রেখে খুস মেজাজে গান গাওয়া সম্ভব নয় পাপনের। বৃহস্পতিবার সন্ধে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিস্তারিত জানিয়ে পাপন লেখেন, দুঃখিত গোহাটি, আমি যেতে পারছি না কাল অনুষ্ঠানে যোগ দিতে। আমার শহর জ্বলছে, এই অবস্থায় আনন্দ দেওয়ার মত মানসিক পরিস্থিতি নেই আমার।