পুষ্পা ছবির গানে এবার নেট দুনিয়ায় রিল ঝড়, সেলেব থেকে শুরু করে ভক্তমহল, সকলেই গানে গানে পা মিলিয়ে হয়ে উঠছেন ভাইরাল। 

নতুন বছরে প্রথম হিট (Box Office Hit), বক্স অফিসে করোনার তৃতীয় (COVID 19) ঢেউকে এক কথায় বুড়ো আঙল দেখিয়ে যেভাবে পুষ্পার (Movie Pushpa) দাপট ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ভক্ত মনে যেভাবে জয়গা করে নিচ্ছে, তা হল এক কথায় অনবদ্য। দক্ষিণী ছবি (South Movie) মানেই তা থেকে একাধিক বিষয় অতিরিক্ত পাওয়ার স্বপ্ন দেখে থাকে ভক্তমহল (Allu Arjun Fans) । যার মধ্যে অন্যতম হল অ্যাকশন। তবে দক্ষিণী ছবি যে গানের দাপটে ভাইরাল হবে, এর আগে এমনটা খুব একটা দেখা যায়নি। গানে গানে হিট হয়ে ওঠা ছবির তালিকাতে বলিউডের (Bollywood Movie) একাধিক ছবি সেরার সেরা তকমা নিয়ে থাকে, তবে এবার পুষ্পা (Pushpa Movie) নিজেকে সব দিক থেকেই হিট প্রমাণ করল। পর্দায় প্রিয় দক্ষিণী স্টার আলু অর্জুন, পাশাপাশি গল্পের দাপট, সিনেমাটোগ্রাফির অনবদ্য উপস্থাপনা, আর সঙ্গে পার্ফেক্ট সেডে ধরা দিয়েছে এই ছবির গান। স্বামী হোক বা সেরফিলি, প্রতিটা গানই এখন ভক্তমনে ভাইরাল (Viral Song)। 

View post on Instagram

শুধুই কি গান, গানের পাশাপাশি আলু অর্জুনের অনবদ্য ইউনিক নাচের স্টেপ। স্বামী হোক বা আন্তাম ওয়ামা, প্রতিটা নাচের স্টেপে থাকা এক স্পেশ্যাল স্টাইলেই এখন বুঁদ নেট দুনিয়া। ছবির সঙ্গে সঙ্গে ভাইরাল ছবির গানও। আর তাই পুষ্পা জ্বরে কাবু হয়ে আট থেকে আশি, সাধারণ থেকে সেলেব, সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করতে পিছু পা হচ্ছে না কেউই। যে তালিকায় অন্যতম নাম হল রাখী সাওয়ান্ত, রীতিমত ভাইরাল লুকে সামান্থার আন্তাম ওয়ামা গানে ঠুমকা করলেন ফ্রেমবন্দি। 

View post on Instagram

অন্যদিকে আবার সানিয়া মালহোত্রাও বিটে বিটে হয়ে উঠলেন ভাইরাল। বরাবরই এই বলিউড স্টার ভালো নাচেন, একাধিকবার তাঁর ভিডিও হয়ে উঠেছে ভাইরাল, এবার তিনি নাচের তালে পুষ্পা ঝড়ে নিজের নাম লেখালেন। মুহূর্তে তা হয়ে উঠল নেট দুনিয়ায় ভাইরাল। কেবল তিনিই নন, সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে পুষ্পা ট্রেন্ড। সে সোশ্যাল মিডিয়া রিল হোক বা ফোনের কলার টিউন, আলু অর্জুনের লুক থেকে শুরু করে স্টাইল, সবই যেন এই ছবির ট্রেন্ড সেটার।

আরও পড়ুন- Lata Mangeshkar Health Update: কেমন আছেন লতা মঙ্গেশকর, জেনে নিন কিংবদন্তী সঙ্গীত শিল্পী

আরও পড়ুন- Salman Khan: ঝলকে তুলেছিল ঝড়, প্রকাশের পর সুনামি, সলমানের সঙ্গে নাচতে আপনি

আরও পড়ুন- Baba O Baby : সত্যিই কি 'বাবা হওয়া এত সোজা নয়', ঠিক কতটা পাগল অবস্থা যীশুর, দেখে নিন

View post on Instagram

ঝড়ের গতীতে ভাাইরাল হওয়া প্রতিটা গানের নেশা থেকে বাদ পড়ছেন না কেউই। হিন্দি ভাষায় হোক বা দক্ষিণী, অনবদ্য মিউজিক কম্পোজিশনেই বোল্ড আউট সিনেদুনিয়ার একাধিক গান। বছরের শুরুতেই দক্ষিণী ছবির এই সাফল্য সামনের বেশ কয়েকটি বড় ছবির জন্য এক বড় স্বপ্নপূরণের মত। একের পর এক রয়েছে পাইপলাইনে, ফলে তা ঘিরে ভক্তদের প্রতি ভরসা বাড়ছে সিনে মহলের। এবার ফেরার পালা প্রেক্ষাগৃহে।