ঋষি কাপুরের সোশ্যাল পেজে রহস্যময়ী এক মহিলার ছবি শেয়ার করলেন অভিনেতা প্রশ্ন করলেন কে এই সুন্দরী মহিলা নিজেই উত্তর দিলেন অভিনেতা

অভিনেতা অভিনেত্রীরা মাঝে মধ্যেই নেট দুনিয়ায় একাধিক পোস্ট করে থাকেন, যা প্রথম দেখা মাত্রই ভক্তরা ঠিক চিনে উঠতে পারেন না। কখনও ছোটবেলার ছবি, কখনও আবার পুরোনো কোনও অভিনেতা বা অভিনেত্রীর ছবি ঘিরে তৈরি হয় রহস্য। সাদা কালোয় মোড়া অধিকাংশ ছবিই হয়তো অনেকে চিনতে পারে না। অথবা সময়ের সঙ্গে সঙ্গে মুখের আদলের পরিবর্তন হওয়ার ফলেও অনেকে চিনে উঠতে পারেন না। 

আরও পড়ুনঃ 'সন্তানের ধর্ষক হয়ে ওঠার দায় কি মায়ের', কঙ্গনার বিরুদ্ধে তোপ স্বস্তিকার

Scroll to load tweet…

আরও পড়ুনঃ সারাকে ছাড়া থাকতে পারছেন না কার্তিক, হোয়াটস অ্যাপে জানালেন মনের কথা

এবার এমনই এক রহস্য তৈরি করলেন অভিনেতা ঋষি কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক মহিলার ছবি শেয়ার করে তিনি প্রশ্ন তুললেন এই সুন্দরী মহিলাকে! নিজেই জানিয় ছিলেন কিছুক্ষণের মধ্যেই তিনি সঠিক উত্তর দেবেন। ছবি শেয়ার করা মাত্রই অনেকে তা চিনতে পেরে যায়। এরই কিছুক্ষমের মধ্যেই সঠিক উক্কর নিয়ে হাজির হন ঋষি কাপুর। 

Scroll to load tweet…

ঋষি কাপুর জানান, এই ছবিটি প্রয়াত অভিনেতা প্রাণের। প্রাণ সাহেবর এই ছবির নিচে রয়েছে একটি সাক্ষরও। তবে এই ছবিটি কোনও শ্যুটিং-এর জন্য তোলা নয়। সম্পূর্ণ পারিবারিক কারণেই এই ছবিটি মজার ছলে তোলা হয়েছে। ঋষি কাপুর সঠিক উত্তর দেওয়ার আগে অনেকেই এই উত্তর দিয়েছিলেন। তাঁদেরকেও ঋষি কাপুর ধন্যবাদ জানান।