সংক্ষিপ্ত

  • শাহরুখ খানের সোনার মেডেল
  • স্কুলের মাঠে জয় আব্রামের
  • ছবির শেয়ার করলেন শাহরুখ
  • জানালেন গর্বিত করেছে আব্রাম

ছোট আব্রামই শাহরুখ খানের সোনার মেডেল। সিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন শাহরুখ খান। আব্রাম জন্মলগ্ন থেকেই শাহরুখ খানের ভিষণ কাছের। একের পর এক ছবি শেয়ার করা থেকে শুরু করে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গাতে যাওয়া, শাহরুখ খানের তালিকাতে থেকে বাদ পড়েনি কোনও কিছুই। এবার সেই সন্তানের সাফল্যে গর্বিত শাহরুখ খান।

আরও পড়ুনঃ সম্পর্ক ভাঙলেও ট্রেলার জুড়ে উষ্ণতা, লাভ আজ কাল-এ ঝড় তুললেন সারা

নিজের জীবনে একাধিক পদক জিতেছেন শাহরুখ খান। কিন্তু ছোট শিশুর আনন্দে আজ আপ্লুত কিং খান। আব্রামের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতাতে অংশ নিয়েছিল খুদে তারকা। সেখান থেকেই একাধিক পদক জিতে বাবাকে খুশি করল আব্রাম। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শাহরুখ খান। সঙ্গে লিখলেন আজ রুপো ও ব্রোঞ্জ জিতেছে আমার সোনার মেডেল। 

 

View post on Instagram
 

 

আব্রাম শাহরুখ খানের একটু বেশি কাছের। যদিও সন্তানদের কেরিয়ার নিয়ে বরাবরই একটু বেশি চিন্তিত শাহরুখ খান। পড়াশুনোর প্রতি বিশেষ জোড় দেওয়ার জন্যই তিনি আরিয়ন ও সুহানাকে এখনও পর্যন্ত সেভাবে বিনোদন জগতে পা রাখার অনুমতি দিতে পারেননি। যদিও আরিয়নকে নিয়ে এখন পরিকল্পনা মাফিক এগোচ্ছে কিং খান। তেমনই ছোট আব্রামের পড়াশুনোর ওপরও রেখেছেন তিনি কড়া নজর।