বাথটবে খুনসুটিতে মাতলেন সানি আঙুর ফল হাতে নিয়ে শেয়ার করলেন টিকটক মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় হট লুকে এদিন নজর কাড়লেন অভিনেত্রী

সানি লিওন মানেই হয় উপস্থাপনা। তা ছবির পর্দাই হোক কিংবা সোশ্যা মিডিয়ার পাতা। অভিনেত্রীর শেয়ার করা একাধিক ছবিই নেট দুনিয়ায় ঝড় তোলে। বর্তমানে এক বেসরকারী চ্যানেলের রিয়ালিটি শোতে সানিকে সঞ্চালনায় দেখা যায়। সেখানেও একাধিক পোজ ও তাঁর পোশাক নির্বাচন ভক্তদের বেজায় মন কাড়ে। 

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সানি লিওন। একাধিক ছবি থেকে ভিডিও পোস্ট করে সকলেরই নজরের কেন্দ্রে থাকেন তিনি অধিকাংশ সময়েই। এবার বাথটবে আঙুরের মাঝে ধরা দিলেন সানি। যেখানে দুটি আঙুর হাতে নিয়ে মজার পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনটা ছাড়লেন তিনি ভক্তদের উপরই। সানির এই টিকটক ভিডিও মুহুর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

View post on Instagram

বর্তমানে বেশ কয়েকটি ছবির প্রস্তাব এখন সানির হাতে। চলছে চিত্রনাট্য নির্বাচনের কাজ। পাশাপাশি রিয়ালিটি শো-এর ব্যস্ততাও তুঙ্গে। নিজের তিন সন্তানের দিকেও কড়া নজর সানির। সম্প্রতি নিজের সন্তানদের নিয়ে একটি ছোট পার্টির আয়োজন করেছিলেন সানি। ছোটদের সঙ্গে পাল্লা দিয়ে সেই পার্টিতে তিনি নেচেও মাতিয়েছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়া।