প্রজ্ঞা মেধার পর তামাম বিশ্ব কাঁপাতে হাজির হয়েছে আরও এক ছোট একরত্তি বর্তমানে নেটদুনিয়ার নয়া সেনসেশন সামাইরা থাপা। নেপালি কন্যার নাচের জাঁদুতেই বুদ নেটিজেনরা হূর্তের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ দুরন্ত গতিতে বেড়ে যাচ্ছে

নেট দুনিয়ার মন ছুঁয়েছিল ছোট্ট মেধার গান। লতা মঙ্গেশ্করের বিখ্যাত গান 'লগ যা গলে'- গেয়ে ছোট্ট মেধা জনপ্রিয় হয়েছিল সোশ্যাল দুনিয়ায়। এবারও প্রজ্ঞা মেধার পর তামাম বিশ্ব কাঁপাতে হাজির হয়েছে আরও এক ছোট একরত্তি। বয়স খুব বেশি ২-৩ হবে। তবে প্রতিভাতে যে কাউকেও হার মানাবে এই খুদে।

View post on Instagram

ডিজিটালের যুগে মুঠোফোনের হাত ধরেই সকলের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই খুদে। বর্তমানে নেটদুনিয়ার নয়া সেনসেশন সামাইরা থাপা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই ছোট্ট খুদে। কোটি কোটি মানুষের কাছে নিমেষে পৌঁছে গেছেন সামাইরা।

View post on Instagram

একের পর এক ভিডিও। কখনও নেপালি গান, তো কখনও হিন্দি। নাচের তালে তালে কোমর দুলে উঠছে ছোট্ট একরত্তির। চোখে-মুখে এক্সপ্রেশনেই যেন জাঁদু রয়েছে সামাইরা। গানের তালে তালে জমিয়ে নাচে মত্ত ছোট্ট মেয়ে।

View post on Instagram

এককথায় বলতে গেলে অনবদ্য। এত ছোট বয়সে এই পারফরম্যান্স যেন ধরা-ছোয়ার বাইরে। মুহূর্তের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ দুরন্ত গতিতে বেড়ে যাচ্ছে। নেপালি কন্যার নাচের জাঁদুতেই বুদ নেটিজেনরা। একরত্তি খুদেকে নিয়ে এখন মজেছে নেটিজেনরা। কিলিং এক্সপ্রেশনেই বাজিমাত করছেন সামাইরা।

View post on Instagram