সংক্ষিপ্ত
- দেশজুড়ে লকডাউনের জেরে বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে রক্ত সংকট
- মিজোরামেও লকডাউনের জেরে হাসপাতগুলিতে ফুরিয়ে এসেছে রক্ত
- এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতীয় ফুটবলার জেজে
- মিজোরামের হাসপাতালে রক্তদান করলেন জেজে লালপুখলুয়া
দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়চে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে আগেই ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের মেয়াদ যে বাড়তে চলেছে তা একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই বাংলা, ওড়িশা সহ একাধিক রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে খোদ রাজ্য সককার। মঙ্গলবার ফের জাতীয় উদ্দেশ্যে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন বাধ্যতামূলক হলেও, লকডাউনের ফলে একাধিক রাজ্যে হাসপাতালগুলিতে দেখা দিচ্ছে রক্ত সংকট। মিজোরামের তার বাইরে নয়। মিজোরামে করোনার প্রকোপ খুব একটা না থাকলেও, লকডাউনের কারণে হাসপাতগুলিতে রক্তের অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য জেজে লালপুখলুয়া।
আরও পড়ুনঃনিজের ব্যাটিং গুরুর নাম জানালেন বীরেন্দ্র সেওয়াগ, শুনলে চমকে উঠবেন
আরও পড়ুনঃলকডাউনে তলোয়ার নিয়ে যুদ্ধের মেজাজে রবীন্দ্র জাদেজা, ভাইরাল ভিডিও
অন্যান্য রাজ্যের মতো মিজোরামের বিভিন্ন হাসপাতালেও রক্তের সঙ্কট প্রকট হচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন রোগী ও রোগীর আত্মীয়রা। তাই এবার তাঁদের পাশে দাঁড়ালেন এই ভারতীয় ফুটবলার। মিজোরামের একটি হাসপাতালে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন ভারতীয় ফুটবল দলের স্ট্রাইকার জেজে লালপেখলুয়া। তাঁর কথায়, ‘লকডাউনের জন্য এই সময় রক্তেরও অভাব দেখা দিচ্ছে। তাই ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের কাছে সাহায্য চেয়েছিল হাসপাতাল। খবরটা আমিও পাই। তখনই ঠিক করে নিই আমাকে কী করতে হবে। এই পরিস্থিতিতে কোনওভাবেই হাত গুটিয়ে, শান্ত হয়ে বসে থাকা যায় না।’ খবর পেয়েই মিজোরামের ডার্টলাঙের সাইনড হাসপাতালে গিয়ে রক্ত দেন জেজে। তাঁর মতোই হাসপাতালে রক্ত দিতে গিয়েছিলেন ৩৩ জন। কিন্তু শেষপর্যন্ত ২৭ জনের রক্ত নিতে পেরেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইয়ং মিজো অ্যাসোসিয়েশন হল একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। যারা শুধু মিজোরামেই নয়, উত্তর–পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও কাজ করে। জেজে বলেছেন, ‘এখন আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশে লকডাউন মেনে চলারও আর্জি জানিয়েছেন জেজে। তাঁর মন্তব্য, ‘জানি এভাবে ঘরবন্দি থাকা খুব কঠিন। কিন্তু এটাই দরকার। আমরা যত বেশি বাড়িতে থাকব, ভারত তত তাড়াতাড়ি বিপদ কাটিয়ে উঠবে।’ সোশ্যাল মিডিয়ায় জেজের রক্তদানের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় স্ট্রাইকারকে।
আরও পড়ুনঃবাড়ির ছাদকেই ক্রিকেট অ্যাকাডেমি বানালেন নভদীপ সাইনি, লকডাউনে সেখানেই চলছে অনুশীলন ও জিম