সংক্ষিপ্ত
- প্রকাশিত হল লা-লিগার পূর্ণাঙ্গ সূচি
- সেভিয়া এবং বেতিসের খেলা দিয়েই ফিরছে লিগ
- রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে মুখোমুখি হবে 'এইবার'-এর
- বার্সার সামনে অবনমনের আওতায় থাকা ম্যালোরোকা
১১ ই জুন সেভিয়া বনাম রিয়াল বেতিস ম্যাচ দিয়েই পুনরায় ফিরছে লা-লিগা। অবশেষে এই সিদ্ধান্তের ওপর সিলমোহর পড়লো। এরমধ্যেই লা-লিগার ক্লাবগুলির খেলোয়াড়দের ক্লোজ-কন্ট্যাক্ট ট্রেনিংয়ের অনুমতি দিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর জুনের দ্বিতীয় হপ্তার বৃহস্পতিবারের সন্ধ্যায় শুরু হবে লিগ। এরপর শুক্রবার আরও দু দফা ম্যাচ আয়োজিত হবে। বার্সেলোনা মাঠে নামবে স্থানীয় সময় অনুযায়ী শনিবার সন্ধ্যায়। মাদ্রিদের দুই বিখ্যাত দল মাঠে নামবে রবিবার।
আরও পড়ুনঃএকই দিনে মাঠে নামছেন দুই মহাতারকা, জেনে নিন বিস্তারিত
লিগের ফেরার পর প্রথম ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ অবনমনের আওতায় থাকা লিগ টেবিলে ১৮ নম্বরের দল ম্যালোরোকা। খাতায় কলমে হিসেব অনুযায়ী বার্সার জয় নিশ্চিত। আতলেতিকো মাদ্রিদের সামনে কঠিন চ্যালেঞ্জে আতলেতিকো বিলবাও-এর। লিগ টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই আতলেতিকো মাদ্রিদ। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগে ৬ নম্বরে রয়েছে দল। ৪২ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভ্যালেন্সিয়া। এই অবস্থায় ইউরোপিয়ান প্রতিযোগিতার জন্য যোগ্যতা নিশ্চিত করলে হলে তাদের হারাতেই হবে বিলবাও-কে। তুলনায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচটি খানিকটা স্বস্তির। তাদের সামনে লিগ টেবিলে ১৬ নম্বরে থাকা এইবার। জুলাইয়ের ১ তারিখে বার্সার মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ফুটবল ফেরার পর লা-লিগায় খাতায়-কলমে এটাই সবচেয়ে বড় ম্যাচ।
আরও পড়ুনঃজর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ লিভারপুল প্লেয়ারদের
আরও পড়ুনঃজর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ দুই ক্যারেবিয়ান তারকার,ক্রিকেট বিশ্বকে প্রতিবাদে নামার ডাক
পরে আবহাওয়ার পরিস্থিতি বুঝে নির্ধারিত ম্যাচের সময়ে পরিবর্তন হতে পারে। এছাড়া আবহাওয়া অতিরিক্ত উষ্ণ হলে প্রতিটি ম্যাচের ১৫ মিনিটে দেওয়া হবে কুলিং ব্রেক। এর আগে এই গ্রীষ্মের মরশুমে ফুটবল খেলেননি খেলোয়াড়রা। দর্শকদের অভাব পূরণে ম্যাচের ২০ মিনিটে দর্শকদের উল্লাস ধ্বনির রেকর্ড শুনিয়ে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা হবে।