সংক্ষিপ্ত
- করোনার সংক্রমণের ভয়ে বন্ধ ছিল এমএলএস-ও
- অবশেষে ফিরতে চলেছে মেজর লিগ সকারে
- জুলাই মাসে ফিরতে চলেছে এমএলএস-এর বাকি অংশ
- প্রতিযোগিতাটি চলবে আগস্ট মাস অবধি
এতদিন করোনা সংক্রমণের আতংকে বন্ধ ছিল আমেরিকার মেজর লিগ সকার। গত মঙ্গলবার মেজর লিগ সকার কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে যে অবশেষে তিনমাস পরে ফিরতে চলেছে মেজর লিগ সকার। জুলাই মাসের ৮ তারিখ থেকে পুনরায় লিগ শুরু হবে। জানা গিয়েছে দর্শক শূন্য স্টেডিয়ামে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের ডিজনি ওয়ার্ল্ডে একটি টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল ফিরবে ওদেশে।
আরও পড়ুনঃফ্রাঙ্কফুটে ইউরোপা লিগের বাকি অংশ আয়োজন করতে চায় ইউয়েফা
মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বের জানিয়েছেন যে তারা তারা এই ডিজনির সাথে যৌথ উদ্যোগে ২০২০ মরশুমের মেজর লিগ প্রতিযোগিতাটি পুনরায় ফেরাতে পেরে খুশি। তারা খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে আরও অনেক সতর্ক থাকবেন এবং ২৬ টি ক্লাবের প্রত্যেকে যাতে নিজের সেরা পারফরম্যান্স টি করার জন্য উপযুক্ত পরিবেশ পান সেই ব্যাপারে তারা খেয়াল রাখবেন।
আরও পড়ুনঃবোর্ডের সবুজ সংকেত,অগাস্টে শ্রীলঙ্কা সফর দিয়েই ক্রিকেটে ফিরছে কোহলিরা
আগস্টের ১১ তারিখ অবধি চলবে এই মরশুমের মেজর সকার লিগ। টুর্নামেন্টের বিজয়ী দল ২০২১ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ-এর যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টটির নতুন নাম রাখা হবে "এমএলএস ইস ব্যাক টুর্নামেন্ট"। এরপরের মরশুমে এমএলএস নতুনভাবে তৈরি সূচি অনুযায়ী হতে পারে বলে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ।