সংক্ষিপ্ত
- পোগবা ও জোকোভিচকে চ্যালেঞ্জ দিলেন ইব্রাহিমোভিচ
- নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করেছেন ইব্রা
- ম্যাট্রিক্সের ভিডিও দিয়ে পোগবাদের চ্যালেঞ্জ করলেন সুইডিশ তারকা
- চলতি মরসুমে এলএ গ্যালাক্সির হয়ে দুরন্ত ছন্দে আছেন ইব্রাহিমোভিচ
তাঁর পায়ে বল থাকলে প্রতিপক্ষের ডিফেন্ডাররা বেশ চিন্তায় থাকেন। কারণ ইব্রাহিমিভিচ ঠিক কি করবেন সেটা আগে থেকে আন্দজ করা খুব কঠিন। বিশ্ব ফুটবলে দেখেছে তাঁর একাধিক অসামান্য গোল। মাঠে নেমে প্রতিপক্ষের ডিফেন্ডারদের সহজেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেন সুইডেনের তারকা ফুটবলার। তবে এবার ডিফেন্ডার নয় ইব্রার চ্যালেঞ্জ অন্য এক অক্রমণ ভাগের খেলোয়াড়কেল এবং এক টেনিস তারকাকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ইব্রা। সেখানে ১৯৯৯ সালের হলিউডের এক বিখ্যাত সিনেমাকে মনে করিয়ে দিচ্ছেন ইব্রা।
আরও পড়ুন - রেনবোকে হারিয়ে ইস্টবেঙ্গলকে পেছনে ফেলল পিয়ারলেস, লিগের ফয়সালা শেষ ম্যাচে
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি ম্যাট্রিক্স। এখন সোশ্যাল মিডিয়ায় নতুন টেন্ড ম্যাট্রিক্স চ্যালেঞ্জ,৩৭ বছরের ইব্রাহিমোভিচ সেটাই করে দেখালেন। এবং চ্যালেঞ্জ করলেন পোগবাদের।
আরও পড়ুন - টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বরকে ভরসা দিতে চাইছেন রায়না
বার্সেলোনা,ম্যাঞ্চেস্টার ইউনাইটেড,পিএসজি, জুভেন্তাস, ইন্টার মিলানের মত ক্লাবে হয়ে খেলা ইব্রাহিমোভিচ এখন আমেরিকায় মেজর লিগ সকার খেলছেন। এল এ গ্যালাক্সির হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। শেষ ১১ ম্যাচে ১৫টি গোল করেছেন সুইডেনের এই ফুটবলার। সেই ছন্দেই যেন ম্যাট্রিক্স চ্যালেঞ্জে এই ফুটবলার।
আরও পড়ুন - বিশ্ব কুস্তি ব়্যাঙ্কিংয়ের ৮৬ কিলো বিভাগের শীর্ষে ভারতের দীপক পুনিয়া