বাংলাদেশ কি চলে যাবে ইসলামি চরমপন্থীদের হাতে - ভয় ধরাচ্ছে হেফাজত-এ-ইসলাম, দেখুন ছবিতে ছবিতে
First Published Dec 7, 2020, 9:54 PM IST
অবশেষে সোমবার বাংলাদেশের কট্টর ইসলামপন্থী সংগঠন হেফাজত-এ-ইসলাম'এর প্রধান জুনাইদ বাবুনগরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হল। গত কয়েক সপ্তাহ ধরে বাবুনগরী ও তার সংগঠনের আরও কয়েকজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মূর্তি ভেঙে ফেলার হুমকি দিচ্ছিল। এদিন মুক্তিযোদ্ধা মঞ্চ তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে মামলায় করল ঢাকার এক আদালতে। আদালত, বাবুনগরী ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল। এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে, তবে কি বাংলাদেশে ক্রমেই বাড়ছে ইসলামি চরমপন্থীদের দাপট? এই বিষয়ে সরকারের কী ভূমিকা?

গত মাসে স্কুলের ক্লাসরুমে ইসলাম ধর্মের নবি হজরত মহম্মদের ব্যঙ্গ চিত্র দেখানোর অভিযোগে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়েছিল এক ফরাসী শিক্ষককে। সেই ঘটনার পর ইসলামি চরমপন্থীদের কড়া হুশিয়ারি দিয়েছিলেন ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। এর পর ঢাকার রাস্তা কাঁপিয়ে হাজার হাজার ইসলামি চরমপন্থী সামিল হয়েছিল ফ্রান্স বিরোধী প্রতিবাদে। সেটাই ছিল উগ্রপন্থার সাম্প্রতিক উত্থআনের বহিপ্রকাশের শুরু।

চরমপন্থীদের সেই কর্মসূচি বাংলাদেশে এখন নতুন বিতর্কের সৃষ্টি করেছে। ২০২১ সালে বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ। কোভিড মহামারির মধ্যেও জাতির জনকের শতবর্ষ উদযাপন ঘিরে বাংলাদেশ জুড়ে বিশাল পরিকল্পনা চলছে। কিন্তু, চরমপন্থীরা এখন তাতে বাধ সেধেছে। তাদের দাবি শেখ মুজিবুর রহমানের মূর্তি বসানো যাবে না। যেসব মূর্তি আছে, তাও সরিয়ে ফেলতে হবে। কারণ পৌত্তলিকতা ইসলাম বিরোধী।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন