- Home
- Entertainment
- Bengali Cinema
- শরীর যেন 'বক্ররেখা', উষ্ণ আবেদনময়ী ঝুমা বউদিও 'Covid-19' পজিটিভ, রয়েছেন হোম আইসোলেশনে
শরীর যেন 'বক্ররেখা', উষ্ণ আবেদনময়ী ঝুমা বউদিও 'Covid-19' পজিটিভ, রয়েছেন হোম আইসোলেশনে
- FB
- TW
- Linkdin
ঝুমা বউদি মানেই টানটান উত্তেজনা। শরীরের হিল্লোল, চোখের ইশারায় দেওরদের রাতের ঘুম উড়াতে সিদ্ধহস্ত ঝুমা বৌদি।
মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস নয়, হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' ঝুমা বউদি নামেই সকলের কাছে পরিচিত।
ঠাকুরপোদের হৃদয়ে ঝড় তোলা ঝুমা বৌদিও এবার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে আপাতত বাড়িতেই হোম আইসোলেশন রয়েছেন অভিনেত্রী।
একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। বলি থেকে টলি, করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে।
সম্প্রতি মোনালিসা স্বামী বিক্রান্ত সিং রাজপুত অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরের সত্যতা জানিয়েছেন।
কোভিড পজিটিভ মোনালিসার শরীরে কোনও উপসর্গ নেই করোনার। এবং শরীরেও তেমন কোনও কষ্ট নেই। উপসর্গহীন করোনায় আক্রান্ত মোনালিসা।
অ্যাসিম্পটোম্যাটিক করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ঝুমা বউদি। বর্তমানে কাজের সূত্রেই মুম্বইতে রয়েছেন মোনালিসা।
বিক্রান্ত জানিয়েছেন, এই মুহূর্তে দুইজন আলাদা থাকায় মোনালিসার জন্য কিছুই করতে পারছেন না অভিনেত্রী। একাই নিজের দেখভাল করতে হচ্ছে মোনালিসা।
বাড়িতেই চিকিৎসাধীন মোনালিসা। তবে আইসোলেশনের সময় পার হয়ে গেলে মুম্বই যাওয়ার প্ল্যান করছেন মোনালিসার স্বামী বিক্রান্ত।