- Home
- Entertainment
- Bengali Cinema
- ১২ টা রুটি থেকে ৭ টা মাছ, তারপরও ছিপছিপে চেহারা, কীভাবে নিজেকে ফিট রাখেন অদ্রিজা
১২ টা রুটি থেকে ৭ টা মাছ, তারপরও ছিপছিপে চেহারা, কীভাবে নিজেকে ফিট রাখেন অদ্রিজা
| Published : Sep 04 2020, 09:04 PM IST
১২ টা রুটি থেকে ৭ টা মাছ, তারপরও ছিপছিপে চেহারা, কীভাবে নিজেকে ফিট রাখেন অদ্রিজা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ মহলের মধ্যে পড়েন অদ্রিজা।
28
তাঁদের কথায়, অদ্রিজা হলেন বিশাল বড় ফুডি। অর্থাৎ তিনি সাংঘাতিক খাওয়া দাওয়া করতে ভালবাসেন।
38
অথচ তাঁর চেহারায় খাদ্যরসিক হওয়ার লেশমাত্র নেই। বরং রীতিমত ফিট অ্যান্ড ফাইন তিনি।
48
শুভশ্রী ও রাজের কথায়, অদ্রিজা এক হাঁড়ি ভাত, বারোটা রুটি থেকে শুরু করে খেয়ে নিতে পারেন সাতটা পারষে মাছও।
58
এখানেই শেষ নয়। ছিপছিপে চেহারা নিয়ে অদ্রিজা কোনও ভারী মানুষকেও তুলে নিতে পারেন।
68
দাদাগিরির মঞ্চে এসে শুভেশ্রীকে দুহাতে তুলে কয়েক পাক ঘুরিয়েছিলেন। তাতেও তিনি হাঁপিয়ে যাননি।
78
সৌরভ গঙ্গোপাধ্যায় অদ্রিজার এই রূপে রীতিমত অবাক হয়েছিল। অদ্রিজা এই শক্তি অর্জন করেছেন সম্পূর্ণ নিজের শরীরচর্চা থেকে।
88
যার জেরে তিনি এখন রীতিমত টোনড। প্রায়সই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের হট অবতারের ছবি।